বাঙালির বিয়ে এখন প্রহসন! নাচ, গান, চুমু, সব চলছে, বিতর্ক সৃষ্টি হতেই কী বললেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়?

বর্তমান সময়ে বাঙালি বিয়ের রীতিনীতিতে অনেক পরিবর্তন এসেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারা যেমন যুক্ত হয়েছে, তেমনই পুরনো কিছু প্রথাও বিলুপ্তির পথে। তবে এই পরিবর্তনকে ভালো চোখে দেখছেন না অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

ভাস্কর বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে বাঙালি বিয়ের পরিবর্তনকে ‘প্রহসন’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিয়ে একটি সুপ্রাচীন সংস্কার, যা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট রীতিনীতির মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে। কিন্তু বর্তমান প্রজন্ম এই ঐতিহ্যকে অগ্রাহ্য করে নতুন ধারা অনুসরণ করছে, যা অনেকাংশেই ‘অপ্রাসঙ্গিক’। তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘আমরা খুব দ্রুত কোথায় নামছি (না কি উঠছি!)? বিবাহ আমাদের একটা সনাতন প্রথা, একটা সংস্কার। ছোটবেলা থেকে দেখে আসছি, সেটা এখন যেন হাস্যকর এক অনুষ্ঠানে পরিণত হয়েছে।’’

বিশেষ করে, বাঙালি বিয়েতে মেহন্দি ও সঙ্গীতের মতো ‘বিদেশি’ রীতির অন্তর্ভুক্তি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এর পাশাপাশি, প্রকাশ্যে চুম্বন কিংবা ব্যক্তিগত মুহূর্তের প্রদর্শন নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এগুলো বাঙালি সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। বৈদিক মতে বিয়ের প্রচলন নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন, ‘‘যুগ বদলেছে ঠিকই, কিন্তু পরিবর্তন যদি সুস্থ না হয়, তাহলে তার কোনো সুফল নেই।’’

ভাস্করের মতে, নারী-পুরুষের সমানাধিকারের প্রসারই বিয়ের এই পরিবর্তনের অন্যতম কারণ। তবে তিনি মনে করেন, এই সমতার ফলে বিবাহবিচ্ছেদের হারও বেড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘এভাবে যদি চলতে থাকে, তাহলে একদিন হয়তো ফুলশয্যার বিষয়টিও প্রকাশ্যে নিয়ে আসা হবে, সেটাও কি মেনে নেওয়া হবে?’’

ভাস্করের এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর বক্তব্যকে সমর্থন করলেও, বিরোধিতার সংখ্যাও নেহাত কম নয়। কেউ কেউ মনে করছেন, তিনি আসলে সাম্প্রতিক কিছু তারকাদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন, কারণ টলিউডের অনেক তারকা বৈদিক মতে বিয়ে করেছেন। তবে অভিনেতা নিজে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাইনি। কিন্তু আমার বক্তব্যের সঙ্গে অনেকের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে।’’

ভাস্করের মতে, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো এবং গর্বের বিষয়। কিন্তু বর্তমানে অন্যান্য সংস্কৃতির অন্ধ অনুসরণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘‘এক সময় সারা দেশ বাংলাকে অনুসরণ করত, কিন্তু এখন আমরা অন্যদের অনুকরণ করছি। অন্য কোনো জাতি কি এমনভাবে নিজেদের সংস্কৃতি বদলায়?’’ এই প্রসঙ্গেই তিনি টলিউডের দিকে ইঙ্গিত করেন। মুম্বই বা দক্ষিণ ভারতের অভিনেতাদের নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘ওইসব অঞ্চলের তারকারা তাঁদের নিজস্ব ঐতিহ্য বজায় রেখে চলে। কিন্তু বাঙালি নায়কদের এখন অবাঙালি বলেই মনে হয়।’’

আরও পড়ুনঃ সংগীত জগতে অঘটনের ছায়া, বড় দুর্ঘটনার কবলে গায়ক সোনু নিগম

তিনি স্বীকার করেছেন যে সমাজমাধ্যমে মন্তব্য করলে নানা ধরনের প্রতিক্রিয়া আসতেই পারে। তবে তাঁর মতে, সমালোচনার একটি শালীনতা থাকা প্রয়োজন। ‘‘আলোচনায় মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তা যেন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না যায়,’’ বলেন তিনি। তবে সমস্ত বিতর্কের মধ্যেও ভাস্কর খুশি যে অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘‘বেশিরভাগ মানুষই আমার কথার সঙ্গে একমত। সব মিলিয়ে এই পুরো ব্যাপারটি আমার কাছে বেশ মজার মনে হয়েছে।’’

You cannot copy content of this page