কাঁচা বাদাম গান গেয়ে গোটা দেশ জয় এরপর দাদার সামনে ভুবন বাদ্যকরের দাদাগিরি! ট্রফিও জিতলেন বাদাম কাকু

বীরভূমের ভুবন বাদ্যকরের করেন নাম এখন কে না জানে। মধুর সুরে গেয়ে কাচা বাদাম বিক্রি করে এখন ভাইরাল সে। এমনকি এই গান এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যেই গাইছে কাঁচা বাদাম সেই ভাইরাল হয়ে যাচ্ছে। এবার সেই বাদাম বিক্রেতা এলো দাদাগিরিতে। দাদার সঙ্গে খেলে জিতেও গেলো ট্রফি। অবাক উপস্থিত দর্শকরা।

১৯ ফেব্রুয়ারির এপিসোডে ভুবনের কামাল দেখতে পাবে দর্শকরা। বাংলার দাদা সৌরভ গাঙ্গুলীর মুখোমুখি হবে কাঁচা বাদাম দাদা ভুবন। সে নিজের প্রতিভায় অন্যান্য প্রতিযোগীদের হারিয়ে জিতেছে সেরার শিরোপা। তাই অনুষ্ঠানের শেষে দাদার থেকে নিলো ট্রফি।

badam badam song

সুরের রাজার প্রতিভায় হাততালিতে ফেটে পড়লো সেট। এতটা জনপ্রিয় হওয়ার পরেও ভুবনের চলন এবং বেশভূষা কোনো পরিবর্তন হয়নি। শুধু খেলার ধরন তাকে বুঝিয়ে দেওয়া হয় শুরুর আগে। ভুবন যে বিষয়গুলি জানে সেই ব্যাপারেই জিজ্ঞেস করা হয় তাকে। মহরাজের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভুবন নিজেও খুব উৎসাহিত।

বীরভূমের গ্রাম থেকে উঠে এসে মিশর প্রতিভার বলে ভুবন এই জায়গায় পৌঁছেছে। তার গানের কদর দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। তাই আজ সবার সেরা হয়ে উঠেছে ভুবন।

You cannot copy content of this page