ফুচকা পাগল কনে! বিয়েতে পরলেন ফুচকা দিয়ে তৈরি গলার মালা-মাথার মুকুট! ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

এখন টেকনোলজি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, তাই এখন সবকিছুই খুব সহজেই আমাদের হাতের নাগালের মধ্যে চলে এসেছে। হাতের এই ছোট্ট মোবাইল ফোনটির মাধ্যমে আমরা কত কিছু জানতে পারি শিখতে পারি। কিছু বছর আগেও মানুষ ভাবতে পারেনি যে পৃথিবীর সমস্ত প্রান্তের খবর এক মুহূর্তের মধ্যেই তাদের চোখে ধরা দিতে পারে। কিন্তু এই টেকনোলজি সেই অসম্ভব কে সম্ভব করে তুলেছে।

প্রত্যেক দিন প্রতি মুহুর্তে সমগ্র বিশ্বে জুড়ে হাজারো ঘটনা ঘটে চলেছে যা এক লহমায় আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। এমনই বেশ কিছু ঘটনা মানুষ কে হাসিয়ে তার মনে প্রাণ সঞ্চার করেছে আবার কখনো বা কিছু হারিয়ে যাওয়া প্রতিভা প্রকাশ পেয়েছে আবার কখনো কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থেকেছি আমরা যা আমাদের অভিভূত করেছে।

সম্প্রতি এমনই এক ভিডিও ভীষণ ভাবে ভাইরাল হয়েছে। ভিডিও টি একটি দক্ষিণ ভারতীয় বিয়ের ভিডিও কিন্তু সেখানের বিয়ের কনে এক অত্যাধুনিক সাজে নিজেকে সাজিয়েছেন। আর তার সেই সাজ নেট মাধ্যমে একপ্রকার সাড়া ফেলেছে, রাতারাতি সেই ভিডিও ১ লক্ষ ৩০ হাজার লোক দেখেছে। কী সেই সাজ?

বিয়ের কনের মাথার মুকুট ও গলার মালা তৈরি ফুচকা দিয়ে। ভাবতে অবাক লাগলেও এরকম একটা দৃশ্য দেখা গেল ভিডিওটি তে। একজন মেকআপ আর্টিস্ট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং লিখেছেন ‘আমার সুন্দরী কনে অক্ষয়া যার অভিষেকের সাথে বিয়ে হতে চলেছে। মেকআপটি ভোর তিনটের সময় করা হলেও দুপুর তিনটের সময় দিব্যি রয়েছে’। শেয়ার করার সাথে হু হু করে ভাইরাল হয়েছে এই ভিডিও, কেউ কেউ ভিডিও দেখে হেসে গড়াগড়ি আবার কেউ প্রশংসা করেছেন এই অভিনব সাজ দেখে।

You cannot copy content of this page