রোমাঞ্চ প্রিয় বাঙালিদের কাছে দুটি চরিত্রই অবিস্মরণীয়। আবেগের সঙ্গে জড়িয়ে এই দুই গোয়েন্দা। এতদিন ব্যোমকেশ আর ফেলুদা আলাদা আলাদাভাবে রহস্যের সমাধান করেছেন কিন্তু এবার নাকি দুজন এক হলেন। এবার সেই প্রিয় দুই চরিত্রকেই এক ফ্রেমে দেখা যাবে। অর্থাৎ অ্যাডভেঞ্চারের ডবল ধামাকা।
ব্রিটানিয়া কোম্পানির দৌলতে এই অসম্ভবটাই সত্যি হলো। ফেলুদা সব্যসাচী আর ব্যোমকেশ অনির্বাণ আসছেন একসঙ্গে। কিন্তু এমন কোন বড় রহস্যের সমাধানে হাত মেলালেন তাঁরা? কেনই বা এই রহস্য এতটা গোলমেলে?
এই সমস্ত প্রশ্নের উত্তরজানা যাবে ব্রিটানিয়া বিস্কুটের একটি বিজ্ঞাপন থেকে। সব্যসাচী চক্রবর্চী অর্থাৎ ফেলুদা ব্যোমকেশ বক্সী তথা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে অন্যকিছু প্ল্যান রয়েছে। অনির্বাণের পরনে ধুতি-পাঞ্জাবি, কাঁধে ঝোলা, চোখে চশমা। সব্যসাচী পরেছেন পাঞ্জাবি,শাল।
কালো জিরের সঙ্গেই চিনি। বিস্কুট প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে এইভাবে মাথা খাটিয়ে এক রহস্যের মীমাংসা করবেন দুজন। কোনও সিনেমা নয়, নিছক একটি বিজ্ঞাপনের জন্যে একসঙ্গে কাজ করলেন দুজন। দুজনেই খুব চিন্তিত।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!