টলিপড়ার পরিচিত মুখ, ‘তথাগত মুখোপাধ্যায়’ (Tathagata Mukherjee) -এর নাম শুনলেই সঙ্গে আসে বিতর্ক আর সম্পর্কের লম্বা তালিকা। বড়-ছোটপর্দার এই অভিনেতা-পরিচালক ফের চর্চার কেন্দ্রে, তবে এবার নিজের প্রেম নয়, প্রাক্তন স্ত্রী ‘দেবলীনা দত্ত’র (Debolina Dutta) ‘দেবীসুলভ’ মন্তব্য ঘিরে। তথাগতর নতুন প্রেমিকা ‘আলোকবর্ষা বসু’র (Alokbarsha Bose) সঙ্গে সহবাস করছেন—এটা এখন সকলেরই জানা। অথচ তথাগত আর দেবলীনার আইনি বিচ্ছেদ এখনও হয়নি। তাও যেন প্রেমে ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ দিতে কার্পণ্য নেই দেবলীনার!
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে তাঁকে জিজ্ঞেস করা হয় তথাগত আর তার বর্তমান প্রেমিকা সম্পর্কে। দেবলীনা এমন উত্তর দিলেন, যেটা শুনে গোটা সমাজ মাধ্যম কার্যত হাঁ! তিনি বলেন, “তথাগত যাকে ভালোবাসবে, আমি আপনাআপনিই তাকে ভালোবাসবো। তথাগত যেটাতে খুশি আমি সেটাতেই খুশি, ও যদি আলোকবর্ষাকে ভালোবাসে আমিও তাকে ভালবাসতে বাধ্য। কিছু করার নেই, ব্যাপারটা এমন।” এমন প্রতিক্রিয়া দেবলীনা থেকে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি!
এই উত্তরকে কেউ দেখছেন ‘পরিণত মানসিকতা’ হিসেবে, আবার নেটদুনিয়ার একটা বড় অংশ বলছেন, এ বড়ই গোলমেলে দর্শন। ট্রোলের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশনে। কেউ লিখেছেন, “মানসিক অবস্থা ঠিক নেই আপনার, ডাক্তার দেখান!” কেউ আবার বলছেন, “মহান সাজতে গিয়ে আত্মসম্মানবোধটাই হারিয়ে ফেলেছেন।” আরও এক ধাপ এগিয়ে একজনের প্রশ্ন, “আপনি যদি সত্যিই তথাগতকে ভালোবাসতেন, এই কথা কখনওই বলতে পারতেন না।
আপনি আইনত একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন!” কেউ আবার যেন একেবারে ঠাট্টার মোড়কে বলে ফেললেন, “এটার কি মানে আছে বুঝলাম না! তথাগত কাউকে ভালোবাসলেই যে তোমাকেও তাকে ভালোবাসতে হবে তা কেন? কিছুদিন পর যদি আলোকবর্ষার সাথে সম্পর্ক না থাকে তাহলে তুমি কি আলোকবর্ষা কে ঘৃণা করবে আবার?” সব মিলিয়ে, তথাগতর প্রেমের গল্প নয়, বরং দেবলীনার এই ‘ভক্তিপূর্ণ’ প্রতিক্রিয়াই এখন টক অব দ্য টাউন। কেউ বলছেন, এ প্রেম নয়, এ হল আত্মসমর্পণ!
আরও পড়ুনঃ জনপ্রিয়তার শিখরে পৌঁছে হারিয়ে গিয়েছিলেন ‘মা’ ধারাবাহিকের সেই ‘ঝিলিক’ ওরফে ‘তিথি বসু’! এত পরিচিতির পরেও পর্দা থেকে দূরে, কেন আড়ালে অভিনেত্রী? ভ্লগ নয় এবার ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি!
সবশেষে প্রশ্নটা থেকেই যাচ্ছে—এটা কি নিছক এক ‘পরিণত’ প্রাক্তন স্ত্রীর প্রতিক্রিয়া, নাকি আত্মসম্মান বিসর্জনের এক নিদর্শন? নেটপাড়ার একাংশ মনে করছেন, তথাগতর প্রতি এখনও দুর্বলতা থেকেই এমন উদার মনোভাব। আবার কেউ কেউ বলছেন, এতে বরং তথাগতকেই প্রাধান্য দেওয়া হল, নিজের অবস্থানকে দুর্বল করে। সম্পর্ক শেষ হয়ে গেলেও আত্মমর্যাদা থাকা কি জরুরি নয়? দেবলীনার এই মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
“তথাগত আলোকবর্ষাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভীষণ ভালোবাসি!”— দেবলীনার বক্তব্য ঘিরে ট্রোলের ঝড়! সমাজ মাধ্যমে প্রক্তনের প্রেমিকাকে আপন করে, ‘মহান’ সাজতে গিয়েই পড়লেন জনরোষে! “মানসিক অবস্থা ঠিক নেই, ডাক্তার দেখান!”— নেটিজেনদের কটাক্ষ!