“আমরা গতবছরই যে কার্নিভাল দেখেছিলাম, সেই অনুপাতে এবারেরটা নস্যি! যদি গত বছরই হয়ে থাকে, এটা কি আশা করা যায়, এই বছর হবে না, নর্থ বেঙ্গলের জন্য?” শাসক দলকে ক’টাক্ষ দেবলীনার

গত রবিবার কলকাতার পুজো কার্নিভাল ঘিরে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। একদিকে যখন উত্তরবঙ্গে বন্যা, ধস আর প্রাণহানির খবর ছড়িয়ে পড়ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে চলছে উল্লাসের প্রস্তুতি—এই বৈপরীত্য নিয়েই তীব্র প্রতিক্রিয়া উঠছে নানা মহলে। চা-বাগান ভেসে যাওয়া, বাড়িঘর ধসে পড়া, এবং অন্তত ২৯ জনের মৃত্যুর মাঝেও টলিউড তারকাদের কার্নিভালে অংশ নেওয়া অনেকের চোখে পড়েছে অসংবেদনশীল হিসেবে।

শোভাবাজার থেকে রেড রোড—সব জায়গায় রঙিন আলো আর তারকাদের ঝলক। যিশু সেনগুপ্ত, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, নুসরত জাহান থেকে তৃণা সাহা—সবাই ছিলেন সেই তালিকায়। কিন্তু এই আয়োজন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এক সাংবাদিক বৈঠকে দেবলীনার গলায় শোনা গেল কটাক্ষ, “আমরা গতবছরই যে সময়ে কার্নিভাল দেখেছিলাম, সেই অনুপাতে এবারেরটা নস্যি! যদি গত বছরই হয়ে থাকে, এটা কি আশা করা যায়, এই বছর হবে না, নর্থ বেঙ্গলের জন্য? তোমরা কি বল?”

এর আগেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন এই আয়োজন নিয়ে। তাঁর পোস্ট ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। দেবলীনার মন্তব্যে যেন সেই ক্ষোভের সুরই আরও জোরালো হল। অনেকেই মনে করছেন, এই মন্তব্য নিছক রসিকতা নয়, বরং বর্তমান পরিস্থিতির প্রতি তীব্র ব্যঙ্গ।

গত বছরও বিতর্কের কেন্দ্রে ছিল এই একই কার্নিভাল। অগস্ট মাসে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য জুড়ে প্রতিবাদে ফেটে পড়েছিল মানুষ। তখনও বহু শিল্পী বয়কটের ডাক দিয়েছিলেন, তবু হয়েছিল কার্নিভাল। ফলে এবারও একই সমালোচনা ঘিরে ফের উত্তাল রাজ্য।

আরও পড়ুনঃ ‘কথা’ শেষ, একসঙ্গে ঘুরতে গেলেন সাহেব-সুস্মিতা! কী চলছে টলিপাড়ায়?

এদিকে, সমালোচনার পর টলিউডের তারকারা এবার নেমে পড়েছেন ক্ষতিপূরণের পথে। জানা গিয়েছে, দেব, প্রসেনজিৎ, যিশুরা যৌথভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বন্যাত্রাণ তহবিল তুলে দিতে চলেছেন। যদিও মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভ যে এত সহজে মিটবে না, তা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে।

You cannot copy content of this page