একফ্রেমে বন্দী নোয়া-মাম্পি! শ্রুতি-রুকমাকে আবারও একসঙ্গে দেখে আবেগে ভাসছেন দর্শক! এবার কোন ধারাবাহিকে ফিরছে ‘দেশের মাটি’র দুই প্রিয় মুখ?

টেলিভিশনের পর্দায় এক সময় জনপ্রিয় ধারাবাহিক ছিল স্টার জলসার ‘দেশের মাটি’ (Desher Maati) । এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র, গল্প, আর গান আজও বহু দর্শকের মনে গেঁথে আছে। কিরণ-নোয়ার রসায়ন কিংবা রাজা-মাম্পির খুনসুটি, সব মিলিয়ে এই ধারাবাহিক হয়ে উঠেছিল অন্যরকম ভালো লাগার জায়গা। আর এই ধারাবাহিকের অন্যতম দুই প্রিয় মুখ ছিলেন ‘শ্রুতি দাস’ (Shruti Das) এবং ‘রুকমা রায়’ (Rooqma Ray) । দীর্ঘদিন পরে আবার একফ্রেমে ধরা পড়তেই গুঞ্জন ছড়াতে সময় লাগেনি, তবে কি তারা আবার একসঙ্গে ফিরছেন?

সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এক ছবি। ক্যামেরার লেন্সে বন্দি দুই পরিচিত মুখ নোয়া এবং মাম্পি, একদিকে শ্রুতি, অন্যদিকে রুকমা। হাসিমুখে, চেনা আন্তরিকতায় দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে। এই দৃশ্য দেখে অনেকেই ভাবছেন, নতুন কোনও কাজের আভাস কি মিলল? দর্শকমহলে এখন জল্পনা তুঙ্গে, তবে কি কোনও নতুন ধারাবাহিকে আবার জুটি বাঁধতে চলেছেন তাঁরা?

যদিও এই দুই অভিনেত্রীর কেউই স্পষ্ট করে কিছু জানাননি, তবে ইনস্টাগ্রামে ছবির ক্যাপশন আর তাদের চোখেমুখের হাসি বলছে অন্য কথা। দর্শকেরাও কিন্তু আশায় বুক বেঁধেছেন। একাধিক ফ্যানপেজে এখন একটাই আলোচনা—“নোয়া আর মাম্পি আবার ফিরছে, মানে জমে যাবে টিআরপি!” বহু অনুরাগী তো ধারাবাহিকের প্রোডাকশন হাউসকে ট্যাগ করেও অনুরোধ করেছেন—“প্লিজ আবার একসঙ্গে কাস্ট করুন ওদের!”

ছবিতে ধরা পড়েছে সেই পুরনো উষ্ণতা, দুজনের মধ্যে সেই পুরনো বন্ধুত্ব, আন্তরিকতা যেন এখনও অটুট। অভিনয়ের বাইরে বন্ধুত্বেও যেন তাঁদের রসায়ন আজও সমান স্পষ্ট। আর ঠিক সেই কারণেই ভক্তদের মনে নতুন আশা, এই জুটি আবার ফিরলে ছোটপর্দা মাতিয়ে দেবে নির্দ্বিধায়। তবে বাস্তবটা একটু আলাদা। আসলে নতুন কোনও ধারাবাহিক নয়, বরং একটি সাম্প্রতিক অ্যাওয়ার্ড শোয়ে দেখা হয়েছিল শ্রুতি আর রুকমার।

আরও পড়ুনঃ টলিউডে নতুন পর’কীয়ার গুঞ্জন! বন্ধ দরজার ওপারে যা ঘটল, তাতে হতবাক টলিপাড়া! পার্টির মধ্যেই চুমুতে মত্ত বিবাহিত অভিনেতা-অভিনেত্রী! গোপন মুহূর্ত ফাঁ’স হতেই সরগরম ইন্ডাস্ট্রি!

দীর্ঘদিন পর দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেছেন ভালোবাসায়। মুহূর্তের মধ্যে ক্যামেরা বন্দি করেছেন সেই সময়কে। শ্রুতি সেই ছবি ভাগ করে নিতেই দর্শকের মনে ভেসে ওঠে পুরনো দিনের স্মৃতি। যদিও একফ্রেমে আসার পিছনে কোনও শ্যুটিং বা ধারাবাহিকের পরিকল্পনা নেই, তবুও এই এক ছবিতেই যেন দর্শকের মন জিতে নিয়েছেন ‘দেশের মাটি’র প্রিয় নোয়া-মাম্পি।

You cannot copy content of this page