অবশেষে পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছেন দেব- শুভশ্রী! মুক্তি পেতে চলেছে ধূমকেতু! আশার আলো দেখালেন রানা সরকার

প্রায় এক দশক ধরে দর্শকের অপেক্ষায়! ২০১৬ সালে শ্যুটিং শেষ হওয়া সত্ত্বেও এখনও মুক্তির আলো দেখেনি ‘দেব’ (Dev) এবং ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Subhashree Ganguly) অভিনীত ‘ধূমকেতু’ (Dhumketu)। এই ছবি না মুক্তি পাওয়ার পেছনে আছে আইনি জটিলতা এবং অন্যান্য প্রযোজনা-সংক্রান্ত টানাপোড়েন। তবে সাম্প্রতিক সময়ে ফের একবার এই বহু প্রতীক্ষিত ছবির মুক্তি নিয়ে আশার আলো দেখালেন প্রযোজক ‘রানা সরকার’ (Rana Sarkar)। নতুন ছবি ‘অঙ্ক কি কঠিন’ (Onko Ki Kothin) -এর প্রিমিয়ারে এসে মন্তব্যে ইঙ্গিত দিলেন ‘ধূমকেতু’র ভবিষ্যৎ নিয়ে।

এই ২৩ মে মুক্তি পেয়েছে শিশু মননের গল্পভিত্তিক নতুন ছবি ‘অঙ্ক কি কঠিন’। ছবিটি মুক্তির দিন রানা তাঁর সমাজ মাধ্যমে লেখেন, “ধূমকেতুর অঙ্ক সহজ হবে যদি সবাই সিনেমা হলে গিয়ে অঙ্ক কি কঠিন সিনেমাটা দেখেন। সব ভালো যার, শেষ ভালো তার।” আর তার এই মন্তব্য থেকেই ফের জল্পনা শুরু, তবে কি ‘অঙ্ক কি কঠিন’-এর বক্স অফিস সাফল্যই নির্ধারণ করবে ‘ধূমকেতু’র মুক্তির পথ? জানা যায়, প্রায় ৪ কোটি টাকা খরচ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে শুটিং হয়েছিল।

দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই ছবির ভবিষ্যৎ যে এখনও অঙ্কের ফলাফলেই আটকে আছে, তা যেন স্পষ্ট করেই জানিয়ে দিলেন প্রযোজক নিজে। তবে এই প্রথম নয়, এর আগেও নিজের পোস্টে ধূমকেতু নিয়ে বার্তা দিয়েছেন রানা। মাস কয়েক আগে তিনি একটি স্ক্রিনশট পোস্ট করেন যেখানে লেখা ছিল, “১৬ মে রিলিজ করব।” যদিও ছবির নাম কোথাও উল্লেখ ছিল না, কিন্তু অনুরাগীরা নিশ্চিত ছিলেন, কথা হচ্ছে ‘ধূমকেতু’ নিয়েই।

বাস্তবে অবশ্য মে মাসে কিছুই মুক্তি পেল না। এবারে শোনা যাচ্ছে অগস্ট মাসে মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা, সেই দিকেই নজর এখন সকলের। এই ছবি নিয়ে দেবের আবেগ বরাবরই চোখে পড়ার মতো। তিনি একাধিকবার বলেছেন, এটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে। প্রস্থেটিক মেকআপে বয়স্ক চরিত্রে দেখা যাবে তাঁকে, যা দেবের কেরিয়ারে একটি ব্যতিক্রমী চরিত্র। সম্প্রতি রানা সরকারের সঙ্গে ছবি পোস্ট করে দেবও লেখেন অনেক কিছু।

আরও পড়ুনঃ জিনিয়াকে নিয়ে দিন দিন সন্দেহ বাড়ছে আদি-শুভর মনে! তবে, কি জিনিয়ার পর্দা ফাঁস হতে চলেছে খুব তাড়াতাড়ি? আগামী পর্বে কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?

“এমনি, এবার অন্তত ভালো কিছু আশা করা যায়।” বুঝিয়ে দিয়েছেন, তিনিও চান এই ছবি মুক্তির পথে এগিয়ে যাক। এই বিষয় অবশ্য দেব বা শুভশ্রীকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। বর্তমানে দেব ‘রঘু ডাকাত’ আর শুভশ্রী সৃজিতের আসন্ন ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’ নিয়েই ব্যাস্ত। তবে শেষ পর্যন্ত সত্যিই কি অগস্টে মুক্তি পাবে ‘ধূমকেতু’? সব প্রশ্নের উত্তর পেতে এখন শুধু অপেক্ষা। তবে এটা স্পষ্ট, অঙ্ক যদি কঠিন না হয়, তবে ‘ধূমকেতু’র অঙ্ক হয়তো এবার সহজ হতেই পারে।