ছোটপর্দা থেকেই যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী ‘ইধিকা পাল’ (Idhika Paul)। ধীরে ধীরে ধারাবাহিকপ্রেমীদের পরিচিত মুখ থেকে তিনি বড়পর্দার দর্শকদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বড়পর্দায় পা দেওয়ার পর খুব অল্প সময়েই একের পর এক বাণিজ্যিক ছবির সাফল্য তাঁর ঝুলিতে এসেছে। কখনও ‘কিশোরী’র সরলতা আবার কখনও ‘প্রিয়তমা’র পরিণত প্রেমিকার আবেগ, বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন তিনি। সেই কারণেই ইধিকার কেরিয়ার গ্রাফকে এখন আর শুধুই ‘উদীয়মান’ বলে আটকে রাখা যাবে না, তিনি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে!
দেবের সঙ্গে ইধিকার জুটি এই মুহূর্তে দর্শকদের বেশ পছন্দের। ‘খাদান’ বা ‘রঘু ডাকাত’এর মতো ছবিতে তাঁদের রসায়ন বেশ নজর কেড়েছে আর বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রজাপতি ২’ (Prajapati) নিয়ে উত্তেজনা বাড়িয়েছে আরও কয়েকগুণ! এই ছবির প্রথম পর্ব ‘প্রজাপতি’ করোনা পরবর্তী সময়ে যেভাবে দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করেছিল, তার রেশ এখনও টাটকা। ফলে দ্বিতীয় পর্ব নিয়ে প্রত্যাশার চাপ স্বাভাবিকভাবেই অনেক বেশি, বিশেষ করে দেব ও মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে।
এই ছবিতে দেবের চরিত্রের জীবনে দুই নারী। একদিকে প্রধান নায়িকা হিসেবে ছোটপর্দার জনপ্রিয় মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু, অন্যদিকে প্রাক্তনের ভূমিকায় ইধিকা। সম্প্রতি মুক্তি পাওয়া গানে দেব-ইধিকাকে কলকাতার নানা প্রান্তে জমিয়ে প্রেম করতে দেখা গিয়েছে, যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে চর্চা তৈরি করেছে। দেব নিজেও বারবার বলেছেন, ইধিকা অনেক দূর এগিয়েছে এবং সামনে তাঁর পথ আরও দীর্ঘ। ঠিক এই আবহেই ট্রেলার লঞ্চের মঞ্চে ঘটে গেল এমন একটি ঘটনা, যা আলোচনার রং আরও গাঢ় করেছে!
আজ সকালেই ধুমধাম করে হয়ে গেল ‘প্রজাপতি ২’এর ট্রেলার লঞ্চ। সেই ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে দেব মজার ছলেই ইধিকাকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের বড় স্টারের জন্য হাততালি,” তারপর নিজেই সংশোধন করে যোগ করেন, “ইধিকা বাংলার লেডি স্টার!” সুপারস্টার শব্দটা মুখে আসলেও, তিনি যেন সচেতনভাবেই অন্য পথে হাঁটলেন। এই মন্তব্যে ইধিকা খানিক থামাতে চাইলেও দেবের কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল যে তিনি ইধিকাকে আলাদা সম্মান দিতে চাইছেন। আর সেখানেই শুরু হয় নতুন বিতর্ক!
আরও পড়ুনঃ এই যুদ্ধ-অশান্তি কাম্য নয়! ওপার বাংলার জন্য শান্তির ডাক দিলেন দেব, অশান্ত বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন অভিনেতা তথা তৃণমূল সাংসদ
কারণ খুব বেশি দিন হয়নি, ‘ধুমকেতু’ মুক্তির সময় দেবই শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্যে “বাংলার লেডি সুপারস্টার” বলে সম্বোধন করেছিলেন। এক দশকের অপেক্ষার পর সেই ছবির মুক্তি ও সেই মন্তব্য, দুটোই শুভশ্রীর কেরিয়ারে বিশেষ গুরুত্ব পেয়েছিল আর এই উপাধি স্থায়ীভাবে তাঁর অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। তাই ট্রেলার লঞ্চে ইধিকাকে ঘিরে দেবের এই নতুন সম্বোধন অনেকের কাছেই যেন উপাধির হস্তান্তর। তবে এটাকে প্রতিযোগিতা বা কেড়ে নেওয়া বলার চেয়ে বরং বলা ভালো, দেব সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের তাঁদের জায়গা থেকে স্বীকৃতি দিতে চাইছেন। আর সেই স্বীকৃতির কেন্দ্রবিন্দুতেই আজ ইধিকা পাল।






