১০৩ জ্বর, প্রবল কাঁপুনি… মাঝরাতে উদ্বেগজনক পরিস্থিতি! আচমকাই হাসপাতালে ভর্তি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত !

পরিচালক যখন নতুন ছবি ‘গৃহপ্রবেশ’ নিয়ে প্রশংসার শিখরে, ঠিক তখনই আচমকা ঘটল বিপর্যয়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় পরিচালক ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে। অনুরাগীদের কাছে তিনি শুধু একজন পরিচালক নন, বরং তাঁর প্রতিটি সিনেমা যেন এক একটি অনুভবের প্রতিচ্ছবি। ‘কেদারা’ থেকে শুরু করে ‘আগন্তুক’ কিংবা সাম্প্রতিক ‘গৃহপ্রবেশ’— প্রতিটি ছবিই সমালোচক এবং দর্শকমনে দাগ কাটতে সক্ষম হয়েছে। ঠিক এমন সময়েই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় চলচ্চিত্রপ্রেমী মহলে।

রবিবার রাত থেকেই শরীরে দেখা দেয় তীব্র জ্বর, যা পৌঁছয় ১০৩ ডিগ্রি তাপমাত্রায়। সঙ্গে ছিল প্রবল কাঁপুনি ও অসুস্থতা। পরিবারের পক্ষ থেকে আর সময় না নিয়ে সোমবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা প্রাথমিকভাবে জ্বরের প্রকৃতি বুঝতে বিভিন্ন শারীরিক পরীক্ষার নির্দেশ দেন।

পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত ‘অ্যাকিউট ইউটিআই’তে আক্রান্ত। অর্থাৎ তাঁর মূত্রনালিতে সংক্রমণ ঘটেছে, যেখান থেকেই এমন উচ্চ জ্বর এবং শারীরিক দুর্বলতা। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়েই তাঁকে হাসপাতালে ভর্তি করা হওয়ায় পরিস্থিতি খুব বেশি জটিল আকার নেয়নি। চিকিৎসা শুরু হতেই জ্বরের মাত্রা কিছুটা কমে এবং বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।

যদিও আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিনের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্তের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। তবে পুনরায় সংক্রমণের ঝুঁকি এড়াতে তাঁকে সম্পূর্ণ বিশ্রামেই রাখা হবে। তাই সাময়িকভাবে থেমে যাচ্ছে তাঁর ব্যস্ত শুটিং শিডিউল।

আরও পড়ুনঃ ধর্মের কল বাতাসে নড়ে! চাঁদুর জারিজুড়ি শেষ, মুখার্জি বাড়িতে হাজির দ্বিতীয় পক্ষের স্ত্রী-মেয়ে! এবার, কি চাঁদুর সত্যিটা সকলের সামনে আনতে পারবে কমলিনী?

তাঁর অনুরাগীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় পরিচালকের দ্রুত আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘গৃহপ্রবেশ’-এর মতো একটি মন ছুঁয়ে যাওয়া ছবি উপহার দেওয়ার পর এমন একটি খবরে তাঁরা মর্মাহত। কেউ আবার লিখেছেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের আগামী ছবি দেখার জন্য আরও অপেক্ষা করতে রাজি, শুধু তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরুন। চিকিৎসকদের আশা, সঠিক চিকিৎসা ও বিশ্রামে দ্রুত সুস্থ হয়ে ফিরবেন ইন্দ্রদীপ।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page