টলিপাড়ার (Tollywood) চর্চিত জুটি স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar) ও শ্রুতি দাসের (Shruti Das) জুটি। ২০১৯ সালে জি বাংলার ত্রিনয়নী ধারাবাহিকে কাজ করার সময়, শুরু হয়েছিল দুজনের প্রেম সম্পর্কের। দেখতে দেখতে কেটে গেল পাঁচটি সুন্দর বছর। এখন আর তাঁরা প্রেমিক-প্রেমিকা নন, শ্রুতি-স্বর্ণেন্দুর বর্তমান আইনত পরিচয় তাঁরা স্বামী-স্ত্রী।
কিভাবে প্রেমে পড়েন শ্রুতি-স্বর্ণেন্দু?
অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দুর প্রেম দীর্ঘদিনের। এর আগে তাঁদের সম্পর্ক নিয়ে তাঁদের কম কটাক্ষ হয়নি। বিশেষ করে তাঁদের বয়সের পার্থক্য যেহেতু ছিল অনেকটা বেশি। অভিনেত্রী শ্রুতি প্রথম কাজ শুরু করেছিলেন স্বর্ণেন্দুর পরিচালনাতে। আর সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। জানা যায়, শ্রুতির তরফেই এসেছিল প্রেমের প্রস্তাব। আর সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। তারই কয়েক বছর প্রেমের পর ধারাবাহিক চলাকালীন আইনি বিয়ে সারেন তারকা জুটি।
শ্রুতি এক সাক্ষাৎকারে বলেন, “আমরা দু’জন জীবনের অনেক ওঠাপড়া দেখেছি। রোজ ঝগড়া, মান অভিমান হলেও দিনশেষে একে অপরের প্রতি ভালবাসাটাই আমাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত করেছে।” শ্রুতির কথায়, “স্বর্ণেন্দুর যোগ্য স্ত্রী হয়ে উঠতে পেরেছি কি না জানিনা। তবে যোগ্য সহধর্মিনী হয়ে ওঠার চেষ্টা করছি। সারাজীবন একে অন্যকে নিয়ে এভাবেই ভালবাসায় থাকতে চাই।”
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। যেখানে ক্যামেরার সামনেই একে অপরকে প্রপোজ করলেন তাঁরা। অভিনেত্রী বললেন, তাঁর জীবনে ভীষণভাবে স্বর্ণেন্দুকে প্রয়োজন। কখনো ভালোবাসা বোঝানোটাও খুব জরুরী। তিনি আরো বললেন, এখন মানুষের ৬ দিনের গ্যারান্টি নেই, সেখানে দীর্ঘ ছয় বছরের সুন্দর জার্নি এখনো পর্যন্ত পার করে এসেছেন তাঁরা।
আরও পড়ুনঃ সেরা জুটির তকমা পেল ‘সোনা-রুপা’! অভিষেক কন্যা সাইনা প্রথম ধারাবাহিকেই পেল পুরস্কার
অভিনেত্রীর কোন গুণ দেখে প্রেমে পড়েছিলেন পরিচালক স্বর্ণেন্দু? ক্যামেরার সামনে তিনি বললেন, অন্যরা সহজেই খুব মেনে নিত। কিন্তু শ্রুতির ধরণ ছিল আলাদা। প্রশ্ন করত সে। ছিল ভীষণ অ্যাটিটিউড প্রাথমিকভাবে এই অ্যাটিটিউড দেখে খুব রাগ হত। কিন্তু পরে এর জন্যই ওর প্রেমে পড়ি। হাতে হাত রেখে এগিয়ে চলেছেন শ্রুতি স্বর্ণেন্দু। ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের ব্যস্ততা চলছে তারই সঙ্গে।