টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘দোলন রায়’ (Dolon Roy) এবং বর্ষীয়ান অভিনেতা ‘দীপঙ্কর দে’-র (Dipankar Dey) প্রেমের সম্পর্ক এক সময় ছিল প্রচুর চর্চার বিষয়। এই সম্পর্ক শুরু হয়েছিল সেই ৯০-এর দশকে, যখন দীপঙ্কর ছিলেন বিবাহিত, আর দোলন সদ্য সিনেমা-জগতে পা রাখা এক তরুণী। বয়সের বড় ফারাক, সামাজিক ছুঁতমার্গ, আর নানান রকম কটাক্ষ—সব মিলিয়ে সম্পর্কটা সহজ ছিল না একেবারেই। তবু সবকিছুকে পাশ কাটিয়ে তাঁরা একসঙ্গে পথ চলতে শুরু করেন, যা তখন অনেকের চোখে ছিল এক সাহসী সিদ্ধান্ত।
প্রায় ২৫ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১৭ জানুয়ারি তাঁরা আইনি বিবাহে আবদ্ধ হন। সে সময় অনেকেই অবাক হয়েছিলেন, এত বছর পর হঠাৎ বিয়ের সিদ্ধান্ত কেন? কিন্তু দোলনের জবাব ছিল সোজাসাপটা—ভালোবেসে থাকা আর বিয়ের পরের জীবন, দুটোর মাঝেই ভালোবাসার যে গভীরতা, তা কখনও আলাদা করা যায় না। বিয়ের পর যেমন আইনি স্বীকৃতি এসেছে, তেমনি সম্পর্কের অনুভবেও যেন কিছু নতুন পরত জুড়েছে। বিয়ের পরে চার বছর কেটে গেলেও দোলনের চোখে দীপঙ্কর এখনও সেই প্রিয় মানুষ।
যার পাশে দাঁড়িয়ে তিনি লড়েছেন, থেকেছেন, ভালোবেসেছেন। দাম্পত্য জীবনের সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে এক সাক্ষাৎকারে দোলন জানান, বিয়ের পরপরই দীপঙ্করের শরীর খারাপ হয়ে পড়ে। হাসপাতাল থেকে তিনি যখন বাড়ি ফিরলেন, সেই মুহূর্তে দোলনের মনে হয়েছিল যেন নতুন করে এক নববধূর জীবন শুরু হল তাঁর। একসঙ্গে অনেক বছর থেকেছেন তবে, এই অনুভূতি ছিল অন্যরকম। সেই সময়ের অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে আরও কাছাকাছি এনেছিল স্বামীর সঙ্গে।
প্রতিদিন শাড়ি পরা, শাঁখা-পলা আর সিঁদুরের মধ্যে যেন নিজেকে খুঁজে পেয়েছিলেন নতুন করে। দোলনের কথায়, “একটা আলাদাই আনন্দ হচ্ছিল মনে। তারপর প্রতিদিন শাড়ি করতে ইচ্ছা করতো, সব সময় শাঁখা-সিঁদুর পড়ে থাকতাম। শাঁখা-পলা এক বছর তো খোলার নামই করিনি, ওটাই আমার উদযাপন ছিল!” দোলনের মুখে এখনও দীপঙ্করের জন্য ভালোবাসা উপচে পড়ে। তিনি জানান, স্বামী তাঁকে যেমন সোহাগ করেন, তেমনি আবার শাসনও করেন।
আরও পড়ুনঃ “সিন কেটে দিল ‘বেলাশুরু’ থেকে, টাকাও দিলেন না!”— বড়পর্দা বয়কট করলেন ইনফ্লুয়েন্সার সায়ক! ‘বড়পর্দা কেন, ছোট পর্দাও আপনার জন্য না!, অভিনয়ের ছিটে ফোঁটাও জানেন না!’ ‘রিলে ঠিকই আছেন, রিলে থাকুন!’— সায়ককে কটাক্ষ সমাজ মাধ্যমের!
একে অপরকে বুঝে নিতে নিতে কেটে গেছে প্রায় তিন দশকের বেশি সময়, তবুও সম্পর্কের উষ্ণতায় এতটুকু ঘাটতি নেই। বরং আজও তাঁদের মধ্যে প্রেমের সেই পুরোনো রসায়ন, একে অপরের প্রতি শ্রদ্ধা, এবং সহজাত বন্ধুত্বটাই তাঁদের সম্পর্ককে এতটা মজবুত করেছে। সময়ের সঙ্গে সঙ্গে বহু কিছু বদলালেও দোলন-দীপঙ্করের প্রেম আজও এক অনন্য উদাহরণ। যাঁদের ভালোবাসার গল্প একসময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, আজ তাঁদের সম্পর্কই হয়ে উঠেছে গভীর বন্ধনের এক নিদর্শন।