আচমকাই শারীরিক জটিলতা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ডোনা গঙ্গোপাধ্যায়ের মা! সৌরভ-পত্নীর মাকে নিয়ে চিন্তায় গোটা গঙ্গোপাধ্যায় পরিবার!

দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে প্রাক্তন ক্রিকেটার ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ (Sourav Ganguly) এর শ্বশুরবাড়িতে। হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ‘ডোনা গঙ্গোপাধ্যায়’ (Dona Ganguly) এর মা স্বপ্না রায়। আচমকা এমন শারীরিক অবস্থার অবনতি ঘটায় মাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ডোনা। নিজের হাতে সমস্ত চিকিৎসার প্রক্রিয়া সামলেছেন সৌরভ-পত্নী।

এই ঘটনা সংবাদমাধ্যমের সামনে নিজেই প্রকাশ্যে আনেন ডোনা। জানান, তার মা দীর্ঘদিন ধরেই ইসকিমিক হার্ট ডিজ়িজে আক্রান্ত। এটি এমন এক ধরনের সমস্যা যেখানে হৃৎপিণ্ড ও মস্তিষ্কে রক্তপ্রবাহের স্বাভাবিকতা ব্যাহত হয়। স্বাভাবিকভাবেই এই রোগ যে কোনও সময় বড় বিপদের কারণ হতে পারে, তা ও স্পষ্ট করেন তিনি। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হন ডোনা।

বর্তমানে স্বপ্না দেবী হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, ‘ট্রানজ়িয়েন্ট ইসকিমিক অ্যাটাক’-এর শিকার হয়েছেন তিনি। তার শারীরিক পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে কিছুটা স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না চিকিৎসক মহল। পরিবারের পক্ষ থেকেও আপাতত তার আরোগ্যের জন্য অনুরাগীদের কাছে প্রার্থনার আবেদন জানানো হয়েছে।

ডোনা ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার সবসময়ই যথেষ্ট ব্যক্তিগত জীবন যাপন করলেও, মায়ের এই শারীরিক পরিস্থিতি সবার সামনে এনে পর্থনা করার অনুরোধ জানিয়েছেন। ডোনার মাকে ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে। ডোনার দায়িত্ববান ভূমিকা দেখে অনেকেই প্রশংসা করছেন, এই বয়সে মায়ের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।

আরও পড়ুনঃ শুভকে বড় বিপদের থেকে বাঁচালো আদি! প্রতিশোধ নেবে, জেলে যাওয়ার আগে বলে গেল জিনিয়া! তবে, কি আবার নতুন করে বিপদ আসতে চলেছে রায় পরিবারে?

এই মুহূর্তে গোটা পরিবারই স্বপ্না রায়ের সুস্থতার জন্য প্রার্থনায় মগ্ন। তবে চিকিৎসকরা আশাবাদী, সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবুও এমন শারীরিক জটিলতার পর পুনরায় সুস্থ হতে স্বপ্না রায়ের কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। আমরাও ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।

You cannot copy content of this page