‘ও মেয়ে হয়ে জন্মালেও নিজেকে ছেলে বলেই বিশ্বাস করে!’ নিজের বোনকেই ভাই ফোঁটা দেন অভিনেত্রী এনা সাহা! বিশেষ নিয়মে উদযাপিত হয় ভাই ফোঁটা

ভাইফোঁটার আগে প্রায় প্রতি বছরই প্রশ্ন ওঠে— ভাইফোঁটা হলে বোনফোঁটা কেন নয়? কিন্তু এই বিতর্ক নিয়ে একদমই মাথা ঘামান না টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। তাঁর কথায়, “ভাইফোঁটা তো কী হয়েছে? এতগুলো বোন থাকতে অভাব কোথায়?” প্রতি বছরই দিনটা এনার পরিবারের কাছে হয়ে ওঠে অন্য রকম। কারণ, তাঁদের পরিবারের ফোঁটার রীতি একেবারেই আলাদা।

এনারা তিন বোন, সঙ্গে রয়েছেন দুই তুতো বোন। ভাইফোঁটায় একসঙ্গে জড়ো হন সবাই। তুতো ভাইদের যেমন ফোঁটা দেন বোনেরা, তেমনই এক বোনকেও ফোঁটা দেওয়া হয়। কেন জানেন? কারণ সেই বোন, জন্মসূত্রে মেয়ে হলেও নিজেকে ছেলে হিসেবে মানেন। তাঁর এই পরিচয় ও ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে ফোঁটা দেন পরিবারের মেয়েরা। এনা বলেন, “ও এখন মাত্র ২১। শরীর এক হলেও, মন অন্যরকম ভাবে ভাবে। আমরা ওর ভাবনাকে সমর্থন করি, উৎসাহ দিই।”

শুধু ভাইফোঁটা নয়, বছরের প্রতিটি দিনই একে অপরের পাশে থাকেন এই পাঁচ বোন। রাখি, ফোঁটা বা উৎসব— সব কিছুই তাঁদের কাছে পারিবারিক বন্ধনেরই প্রতীক। এনা হেসে বলেন, “আমরা একসঙ্গে বেরোলে খুব আনন্দ হয়। আমাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। কে বেশি সুন্দরী বা গুণী— এই প্রশ্নই ওঠে না।”

তবে বোনেদের মধ্যে রয়েছে কিছু ‘বিশেষ নিয়ম’। যেমন, জীবনে কোনও পছন্দের মানুষ এলে, আগে জানাতে হবে অন্যদের। আর যদি এক বোনের পছন্দের পুরুষের দিকে অন্য কেউ তাকায়, তাহলে সেটা একেবারেই মানা নয়! এনা বলেন, “পুরুষদের জন্য যেন কখনও আমাদের মধ্যে ঝগড়া না হয়— এটাই আমাদের নিয়ম।”

আরও পড়ুনঃ “আমার যার সঙ্গে ঝামেলা আমি তাকেই বলি! অযথা রাষ্ট্র করে বেড়াই না, এটাই আমার ভদ্রতা! আমি আজ‌ও নিজেকে আউটসাইডার মনে করি” টলিউডের ভেতরে যারা অযথা উত্তেজনা, বিতর্ক সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা আবির চ্যাটার্জির

এই বছর ভাইফোঁটায় বড় আয়োজন না থাকলেও আনন্দের শেষ নেই সাহা পরিবারে। কারণ, বাড়িতে আসন্ন বিয়ের সাজ। মামার বড় মেয়ের বাগদান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তার আগের রাতে পাঁচ বোন একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন— ‘থামা’। এক কথায়, সম্পর্ক, শ্রদ্ধা আর ভালোবাসায় জড়ানো এক অনন্য উদ্‌যাপনই হল এনা সাহার ভাইফোঁটা।