সরকার বাড়িতে ধরা পড়ে গেছে রিনি!তাকে কষিয়ে এক চড় মারল উর্মি,ভাইরাল নতুন প্রোমো
দর্শকদের মধ্যে খুব তাড়াতাড়ি সাড়া ফেলেছে জি বাংলা চ্যানেলের ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। তাই টপে থাকতে বরাবর নতুন টুইস্ট আনা হচ্ছে ধারাবাহিকে। এবার নতুন বছর শুরু হতে না হতেই আবার এলো টুইস্ট। সেই প্রোমো আপলোড হতেই ভাইরাল হয়েছে।
উর্মির মামনি আর ছোট কাকার ষড়যন্ত্রে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগে জেলে যেতে হয়েছে সাত্যকিকে। এর ফলে রীতিমত তার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হওয়ায় মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে সে ও উর্মি। কিন্তু সাত্যকির দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে তার স্ত্রী উর্মি। এদিকে স্বামীকে বাঁচাতে উকিলের উর্দি গায়ে চাপিয়েছে সে। অভিজ্ঞ আইনজীবীর নাকের ডগা দিয়ে জামিন করিয়ে সাত্যকিকে নিয়ে যায় ঊর্মি। কিন্তু উর্মির মামনি আর ওই উকিলও হাত গুটিয়ে বসে থাকতে নারাজ।
View this post on Instagram
এর মধ্যেই আবার এলো টুইস্ট। নিষিদ্ধ পল্লীর বাসিন্দা এক দিদির সাথে দেখা হয় উর্মির। তার সাথেই কথায় কথায় বেরিয়ে পরে ভুয়ো নির্যাতিতা সেজে থাকা মোনা ওরফে মোনালিসার আসল গল্প। আবার নিজের নতুন সাক্ষী পেশের জন্য অতিরিক্ত একদিন সময় চেয়ে নেন বিরোধী উকিল। কিন্তু কে সেই সাক্ষী? ভেবে পায় না উর্মি। তাহলে কি সেই সাক্ষী রিনি? এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে যে নতুন প্রোমো এসেছে সেখানে দেখা যাচ্ছে সবার সামনে ধরা পড়ে গেছে রিনি। সরকার বাড়িতে একে একে সবাই ঘিরে ধরে তাকে। আর আবার উর্মি সপাটে তার গালে চড় কষিয়ে দেয়।