একসময় যিনি রূপালি পর্দায় রাজত্ব করতেন, আজ তিনি অনেকটাই আড়ালে। বাংলা চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ ‘রমা গুহ’ (Rama Guha) এখন নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন গ্ল্যামার দুনিয়া থেকে। তবে পর্দার আলো নিভলেও, জীবনের মঞ্চে তিনি আজও এক শক্তিশালী চরিত্র। নানা বাধাবিপত্তি, চ্যালেঞ্জ আর কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে রমা আজ এক সংগ্রামী নারীর পরিচয় বহন করছেন।
জীবনের এক পর্যায়ে এসে যখন স্বামীর চাকরি চলে যায়, তখনই বদলে যায় অভিনেত্রীর জীবনের ছন্দ। সংসারের হাল ধরতে হয় তাঁকে। একা হাতে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রমা। অভিনয়জীবনের ব্যস্ততা সামলেও তিনি সংসারের প্রয়োজন মেটাতে কখনও পিছপা হননি। জীবনযুদ্ধের এই পর্বে তিনি ছিলেন তাঁর পরিবারের অবিচল ছায়া। আজও তিনি বটগাছের মতো আগলাচ্ছেন পরিবারকে।
মেয়ের পড়াশোনা, জীবনের প্রাথমিক থেকে উচ্চস্তরের প্রয়োজন, এমনকি বিয়ের মত গুরুত্বপূর্ণ দায়িত্বও এককভাবে সামলেছেন অভিনেত্রী। কারও উপর নির্ভর না করে, শুধুমাত্র নিজের পরিশ্রমে মেয়েকে বড় করে তুলেছেন তিনি। আজ মেয়ের সংসার আলাদা, তবে মা হিসেবে তাঁর আত্মতৃপ্তি অসীম। বর্তমানে কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে স্বামীকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছেন রমা গুহ।
নিজের টাকায় কেনা এই ছোট্ট ঘরেই এখন তাঁর যত ভালোবাসা আর শান্তির ঠিকানা। যদিও বয়সের ভার ও কিছুটা শারীরিক অসুস্থতা রয়েছে, তবুও তাঁর মুখে নেই কোনো অভিযোগ—বরং জীবনের প্রতিটি অধ্যায়ে লড়াই করেই মাথা উঁচু করে বেঁচে থাকাই তাঁর কাছে বড় প্রাপ্তি। দীর্ঘদিন অভিনয় করে দর্শকদের মুগ্ধ করতে পেরেছেন যেমন ভাবে ঠিক তেমনভাবেই সমানতালেছেন পরিবারকে।
আরও পড়ুনঃ ‘তুই অভিনয় শিখে গেছিস!’ বিরাট প্রশংসা পেলেন কৌশানী! ‘কিলবিল সোসাইটি’ দিয়ে বাজিমাত! ‘লিডিং হিরো বনি কবে অভিনয় শিখবেন?’ খোঁচা নেটিজেনদের
রূপালি পর্দায় স্মরণীয় এক অধ্যায়ের পর অভিনয়ে ইতি টেনেছেন তিনি। আজ আর ক্যামেরার সামনে তাঁকে দেখা যায় না ঠিকই, কিন্তু পর্দার বাইরের এই যাত্রাপথে তিনি যেভাবে নিজের দায়িত্ব পালন করেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। অনেক সময়ই আমরা পরিবার আর পেশার ভারসাম্য বজায় রাখতে পারি না, কিন্তু রমা গুহ শুধু একজন অভিনেত্রী নন, একজন নির্ভীক নারী, যিনি জীবনের কঠিন সময়ে কখনো হার মানেননি।