বড় পর্দায় একের পর এক ছক ভাঙা চরিত্রে নিজেকে প্রমাণ করছেন ‘কৌশানী মুখোপাধ্যায়’ (Koushani Mukherjee) । ‘আবার প্রলয়’ (Abar Proloy) -এর ‘মোহিনী মা’ (Mohini Maa) চরিত্রে তাঁর অভিনয় যেমন দর্শকদের চমকে দিয়েছিল, তেমনই তাঁকে আলাদা নজরে দেখাতে শিখিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে। কঠিন বডি ল্যাঙ্গুয়েজ আর অ্যাকশন দৃশ্যেও নিজের দক্ষতা দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, গ্ল্যামার নয়, অভিনয়ই তাঁর আসল পরিচয়।
এরপর গতবছর পুজোর সময় বড় পর্দায় মুক্তি পায় নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’ (Bohurupi)। বহুরূপীতে তাঁর চরিত্র ‘ঝিমলি’ আট থেকে আশি সকলকে মুগ্ধ করেছে। ‘বহুরূপী’ নিঃসন্দেহে কৌশানীর জীবনের অন্যতম মাইলস্টোন। সেই ছন্দেই এবার সৃজিত মুখার্জির ‘কিলবিল সোসাইটি’ (killbill Society) -তে একেবারে ডিগ্ল্যাম লুকে বাজিমাত করলেন কৌশানী। ‘পূর্ণা’ (Purna) চরিত্রের সংবেদনশীলতা, ব্যথা আর আবেগ দর্শকের মনে গেঁথে গিয়েছে দৃঢ়ভাবে, কোয়েল মল্লিকের খামতি কোনো ভাবেই অনুভূত হয়নি।
আর সবচেয়ে বড় কথা, অভিনয় দেখে কৌশানীর বাবার চোখে জল এসেছে গর্বে। থিয়েটারের মধ্যেই মেয়েকে ‘সেরা’ সার্টিফিকেট দিয়ে বললেন, “তুই অভিনয় শিখে গেছিস।” এমন ভালোবাসা, এমন স্বীকৃতি যে কোনও সন্তানের কাছে শ্রেষ্ঠ প্রাপ্তি। মায়ের মৃত্যুর পর বাবাই হয়ে উঠেছেন কৌশানীর জীবনের শক্তি। ‘কিলবিল’-এর একটি আবেগঘন দৃশ্য শ্যুট করার সময় মায়ের স্মৃতি ফিরে আসে, আর সেই কষ্টই পর্দায় যেন বাস্তব হয়ে ধরা দেয়।
সিনেমা শেষ হতেই বাবাকে জড়িয়ে ধরে কৌশানী বলেন, “আজ মা খুব খুশি হতো।” সেই মুহূর্তে দর্শক আসলে শুধুই একটি অভিনেত্রীকে দেখেনি, দেখেছে এক মেয়ের গভীর আত্মসমর্পণ। এই মুহূর্তে নিঃসন্দেহে কৌশানীর কেরিয়ারের সেরা সময় চলছে। নিজের ভাষায় অভিনেত্রী জানান, “ডাউনফল দেখেছি, বিরতিও নিয়েছি। কিন্তু ধৈর্যই ছিল আসল শিক্ষা। এখন যে কাজ পাচ্ছি, তাতে আমি গর্বিত।” আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেত্রী তিনি।
আরও পড়ুনঃ ‘কথা’ প্রেমীদের জন্য খারাপ খবর! কপাল পুড়তে চলেছে ‘কথা’র! ধারাবাহিক নিয়ে অনিশ্চয়তা, চ্যানেল কর্তৃপক্ষ নীরব!
কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকও নতুন কৌশানীকে দেখে মুগ্ধ, যা তাঁর কৃতিত্বের অন্যতম প্রমাণ। তবে এমন সময়ে দর্শকদের কৌতূহল একটাই—কৌশানীর দীর্ঘদিনের প্রেমিক বনি সেনগুপ্তকে ঠিক কবে এই ধরনের গভীর, অন্যরকম চরিত্রে দেখা যাবে? যেভাবে কৌশানী নিজের সীমা ভেঙে এগিয়ে চলেছেন, বনি-ও যদি পর্দায় কিছু সাহসী চ্যালেঞ্জ নেন, তবে এই জুটির জাদু নতুনভাবে খেলা দেখাতে পারে বড়পর্দায়।