সেকী রে বাবা!ছোট দেওরের সঙ্গে প্রেমে মশগুল ‘গাঁটছড়া’র দ্যুতি তো মেজভাই রাহুল গেল কোথায়?

স্টার জলসায় সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক গাঁটছড়া। আর এর সঙ্গেই ভাগ্য ফিরেছে চ্যানেলের। শুরু হতেই তার টিআরপি রেটিং ছিল ৮.৯। তেমন জমজমাট গল্প। সিংহ রায় পরিবার ও ভট্টাচার্য পরিবারের কাহিনী নিয়ে তৈরি ধারাবাহিকটি।

ভট্টাচার্য পরিবারের মেয়ে দ্যুতি। সে সিংহ রায় পরিবারের ছোট ছেলে কুনাল এর সাথে ইনস্টাগ্রামে একটি রিলের ভিডিও শেয়ার করেছে। এরপরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন তাহলে কি নিজের দেওরের সাথে রোমান্স করছে দ্যুতি?

সিরিয়ালে দেখা গিয়েছে যে সিংহ রায় পরিবারের বড় ছেলের সঙ্গে তার বিয়ের সম্বন্ধ পাকাপাকি হওয়ার পর বিয়ের দিন সে মেজো ছেলে রাহুলের সঙ্গে পালিয়ে যায়। তারপর আবার ছোট ছেলের সঙ্গে ভিডিওতে দেখা গিয়েছে তাকে। তবে এটি নেহাত বিনোদনের জন্য। তবে ধারাবাহিকের এই পর্বটি একেবারে জমজমাট হয়ে গিয়েছিল যখন দ্যুতি সিংহ রায় পরিবারের ছেলের সঙ্গে পালায়।

You cannot copy content of this page