“একটা চরিত্র টানা দু’বছর করার মানে তার সঙ্গে মিশে যাওয়া”-গীতা এলএলবি’র শেষ শুটে আবেগঘন ‘প্রলয়জিৎ’ ওরফে ভাস্বর চট্টোপাধ্যায়ের বিদায় বার্তা! শেষ হচ্ছে গীতার পথচলা!

বাংলা টেলিভিশনের জগতে অনেক ধারাবাহিক আসে আবার মিলিয়ে যায়। কিন্তু কিছু কিছু গল্প দর্শকের মনে স্থায়ী হয়ে যায় বছরের পর বছর। একসময় টিআরপি তালিকায় রাজত্ব করা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি সেই তালিকাতেই পড়ে। প্রায় দু’বছরের বেশি সময় ধরে দর্শক এই সিরিয়ালের চরিত্রগুলিকে নিজেদের পরিবারের মতো আপন করে নিয়েছেন।

বর্তমানে এই ধারাবাহিকে যাত্রা শেষ হতে চলেছে, ধারাবাহিকের অন্যতম মুখ ভাস্বর চট্টোপাধ্যায় জানালেন, আজ তাঁর শেষ শুটিং। দীর্ঘদিন ধরে একটি চরিত্রে অভিনয় করার পর বিদায় জানানোর মুহূর্তটি তাঁর কাছে বেশ আবেগঘন। অভিনেতার কথায়, ‘‘একটা চরিত্র টানা দু’বছর করার মানে হলো তার সঙ্গে মিশে যাওয়া। গীতা ধারাবাহিকটি আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, তা খুব কম অভিনেতার ভাগ্যে আসে।’’

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা স্নেহাশিস চক্রবর্তীকে। প্রতিদিনের প্রতিটি সংলাপ এবং দৃশ্য ভাস্করের কাছে উপভোগ্য ছিল। তাঁর মতে, এই চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে। দর্শকদের ভালোবাসা পাওয়াকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।

আসলে, ধারাবাহিক জুড়ে ভাস্বরের চরিত্র অর্থাৎ ‘প্রলয়জিৎ’ দর্শকদের কাছে হয়ে উঠেছিল আলাদা আকর্ষণ। অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, বহুদিন পর বাংলা ধারাবাহিকে রঞ্জিত মল্লিকের পুরোনো ছবির মতো একজন চরিত্র পেলেন তাঁরা। এই প্রশংসা ভাস্করের অভিনয়কে অন্য মাত্রা দিয়েছে।

আরও পড়ুনঃ “রাজারহাটের সাঁওতাল পল্লির মানুষদের পোশাক বিলিয়েছি, ফিরোজের প্রিয় শহরগুলোতে দরিদ্র-অনাথদের খাওয়ানোর ইচ্ছে আছে!”— স্বামী ফিরোজের মৃ’ত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ নিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়!

শেষ মুহূর্তে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন স্টার জলসাকে। দর্শকদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা আর টিমের অক্লান্ত পরিশ্রম—সবকিছু মিলিয়ে গীতা এলএলবি তাঁর কর্মজীবনের এক অনন্য অধ্যায় হয়ে রইল। দর্শকের কাছে প্রলয়জিৎ নামটি যে দীর্ঘদিন অমলিন থাকবে, তা নিয়ে সন্দেহ নেই।

You cannot copy content of this page