স্বর্ণযুগের সুরকার ও গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর সুরের জাদুতে মুগ্ধ করেছেন শত সহস্র মানুষকে। সেই হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা হলেন রানু মুখোপাধ্যায়। কেবল হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা হিসেবে নয়। নিজ দক্ষতায় নিজের জন্য আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। বর্তমানে শেষ বয়সে পৌঁছে কেমন আছেন তিনি?
কেমন আছেন হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়?
১৯৫৪ সালে জন্ম হয়েছিল হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়ের। দাদা জয়ন্ত ছিলেন তাঁর চাইতে নয় বছরের বড়। সংগীতের আবহের মধ্যেই বড় হয়ে উঠেছিলেন দুই ভাই বোন। তবে বাড়িতে বয়সে ছোট হওয়ায় আদরে বড় হয়ে উঠেছিলেন রানু মুখোপাধ্যায়। তখন মুম্বাইতে থাকতেন হেমন্ত বাবু।
হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিবেশী ছিলেন শৈলেন্দ্র বাবু।মাঝেমধ্যেই হেমন্ত বাবুর বাড়িতে বসতো আড্ডা, গানের আসর। আর এভাবেই বড় হয়ে উঠেছেন রানু। ছোট থেকেই রানুর মধ্যে ছিল বিশেষ প্রতিভা। চট করে শুনে গান রপ্ত করতে পারত সে। আর এভাবেই তিনি ধীরে ধীরে সঙ্গীত জগতে পা রাখেন।
সর্বপ্রথম তাঁর বাবার সুরে ও রেকর্ডে মাসুম ছবিতে গান করেছিলেন রানু। সেই গান বেশ জনপ্রিয় হয়। পরবর্তীতে অগ্রদূত ছবিতেও গান করেছিলেন তিনি। সেই ছবিতে তার তিনটি গান সকলের মন জয় করে নেয়। তবুও সেই অর্থে কখনও বাবার সঙ্গে বসে নিয়মিত গান শেখেননি রানু মুখার্জি।
আরও পড়ুনঃ দেব কখনো নিজের রাজনীতির ক্ষমতা ব্যবহার করে না! যেদিন করবে সেদিন রুক্মিণীর সঙ্গে ঝামেলা হবে! অকপট পর্দার বিনোদিনী
রানু মুখোপাধ্যায়ের মতো গুণী শিল্পী খুব কম হয়। তবে তিনি প্রচার বিমুখ। তাই লাইমলাইটের বাইরে থেকেছেন বরাবর। বর্তমানে তিনি বাস করছেন মুম্বাইতে। নিজের সংসারে বাবার গান ও সুর নিয়ে রয়েছেন তিনি। নিজের জগতে ভাল আছেন রানু মুখোপাধ্যায়।