টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল নামে পরিচিত দেব-রুক্মিণী (Dev-Rukmini) অতীতের সমস্ত স্মৃতি ভুলে বর্তমানে একসঙ্গে রয়েছেন তাঁরা। চুটিয়ে কাজ করছেন একসঙ্গে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত সিনেমা বিনোদিনী (Binodini)। আর সেই ছবির প্রচারে এসে সম্প্রতি অভিনেত্রী রুক্মিণী মৈত্র সংবাদ মাধ্যমের কাছে বিশেষ বিষয়ে মুখ খুললেন।
দেব বলেছিল তুমি পাগল হয়ে গেছ: রুক্মিণী
আজ পর্যন্ত প্রত্যেকটি সাক্ষাৎকারে অভিনেত্রী রুক্মিণী মৈত্র তাঁর পার্টনার দেব সম্পর্কে একাধিক কথা বলেছেন। কখনো তিনি বলেছেন দেব তাঁর ভালো বন্ধু, তো কখনো বলেছেন দেবের মতো একজন অভিভাবক হয় না। যে হাতে ধরে আরো মজবুত করেছেন রুক্মিণীর অভিনয়। অতীত থেকে আজ রুক্মিণী উত্তরণের পিছনে পার্টনার দেবের ভূমিকা অপরিসীম, তা তিনি বারবার বলে এসেছেন।
বর্তমানে বিনোদিনী নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী রুক্মিণী। রাজ্যে এবং রাজ্যের বাইরে ছুটছেন প্রচারে। বিভিন্ন সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।
সাক্ষাৎকারে কথা বলার সময় বিভিন্ন ব্যক্তিগত ও নানান অজানা দিক উঠে আসছে অভিনেত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে। কথায় কথায় সম্প্রতি তিনি বললেন, দেব এক সময় বলেছিল তিনি পাগল হয়ে গেছেন।
কিন্তু কেন এই কথা বলেছিলেন দেব? আসলে রুক্মিণী একটি বিল পাস করাতে চাইছিলেন। তিনি ভেবেছিলেন একটি বিশেষ ক্যাম্পেইন করবেন। আর তার জন্যই তিনি ভাবনা চিন্তা করছিলেন আর সেই ভাবনা তিনি দেবকেও জানিয়েছিলেন। কিন্তু রাজনীতি প্রসঙ্গে দেবের ভাবনা খুব স্বচ্ছ। তিনি অভিনেত্রীকে বলেছিলেন তিনি পাগল হয়ে গেছেন, যেহেতু তিনি এই বিশেষ ব্যাপারে ভাবনা চিন্তা করছেন।
আরও পড়ুনঃ “তুমি স্মোক করলে আড়ালে করো! মেয়েদের একটা নিজস্ব ডিগনিটি থাকা উচিত, এটা মডার্ন হওয়া নয়…” আধুনিক নারীদের নিয়ে ফের কঠিন মন্তব্য মমতা শঙ্করের
প্রসঙ্গ উল্লেখ করে রুক্মিণী বললেন, দেব নিজের রাজনৈতিক ক্ষমতা কোথাও ব্যবহার করেন না। এতদিন পর্যন্ত তিনি কখনো করেননি। যেদিন দেব নিজে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করবেন হয়তো সেদিন দেবের সঙ্গে রুক্মিণীর ঝামেলা হবে। একথা বলেই অভিনেত্রী আরও একবার স্পষ্ট করেছেন, দেবের প্রতি তাঁর অগাধ বিশ্বাস।