হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে তোলপাড়! ‘ওই মেয়েটা ব্যাংক ডিটেলস চেয়েছে, সব ও নিয়ে নেবে…’ বিয়ের পরেই সম্পত্তি নিয়ে টানাটানি দুই স্ত্রীর!

আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ের অভিযোগে বুধবার রাতেই হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ সর্বত্র। ঠিক সেই দিন সন্ধেবেলাতেই প্রথমবার মুখ খুলে চাঞ্চল্য বাড়ান হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তিনি সাফ জানিয়ে দেন, গত পাঁচ বছর ধরে হিরণের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং এই বিষয়টি প্রথম স্ত্রী অনিন্দিতার অজানা ছিল না। ঋতিকার এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে এতদিন কেন নীরব ছিলেন অনিন্দিতা।

এই প্রশ্নের উত্তর দিতেই এবার প্রকাশ্যে এলেন অনিন্দিতা চট্টোপাধ্যায় নিজেই। সংবাদমাধ্যমকে তিনি জানান, দীর্ঘদিন ধরে আর্থিকভাবে তিনি হিরণের উপর নির্ভরশীল ছিলেন। নিজের উপার্জন খুব একটা না থাকায় ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করত তাঁর মনে। সেই কারণেই তিনি তখন কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেননি। পুলিশের কাছে অভিযোগ দায়েরের সময়েও এই বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন বলে জানান অনিন্দিতা। মানসিক চাপে ভেঙে পড়লেও সংসার আর সন্তানের কথা ভেবেই এতদিন মুখ বন্ধ রেখেছিলেন তিনি।

অনিন্দিতার কথায় উঠে এসেছে মানসিক নির্যাতনের অভিযোগও। তিনি জানান, হিরণ এবং ঋতিকার সম্পর্ক নিয়ে যখন চাপ অসহনীয় হয়ে উঠেছিল, তখন স্বামীর সঙ্গে মুখোমুখি কথা বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু হিরণের তরফে শুধু বার্তা আসে কিছুটা সময় দিতে হবে। এরপর আর দেখা হয়নি তাঁদের। তারপরই হঠাৎ করে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে। অনিন্দিতার দাবি, এই ঘটনাই তাঁকে আইনি পথে হাঁটতে বাধ্য করেছে।

এখানেই থামেননি হিরণের প্রথম স্ত্রী। ঋতিকা গিরির বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। অনিন্দিতার বক্তব্য অনুযায়ী, টাকা দিয়েই সবকিছু সম্ভব ভেবে নিয়েছেন হিরণ। তিনি দাবি করেন, ঋতিকা সাধারণ পরিবার থেকে এলেও হিরণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বিদেশে এবং বিলাসবহুল জীবনযাপন করছেন। তাঁর আশঙ্কা, হিরণের সম্পত্তি এবং আর্থিক দিক নিয়ে ভবিষ্যতে তাঁর মেয়ের অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই তাঁর মূল উদ্দেশ্য বলেই জানান অনিন্দিতা।

আরও পড়ুনঃ হিরণের বিয়ে বিতর্কে নতুন মোড়! দ্বিতীয় স্ত্রীর বিয়ের পোস্ট মুছতেই ধেয়ে এল প্রশ্নের ঝড়! মুখ খুললেন অভিনেতা!

অন্যদিকে ঋতিকা গিরিও নিজের অবস্থানে অনড়। তিনি জানান, তাঁর বয়স এবং বিয়ে সংক্রান্ত নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, অনিন্দিতাকে আইনি বিচ্ছেদের নোটিস পাঠানো হয়েছিল এবং এই বিয়ে নতুন কিছু নয়। বহু বছর ধরেই তাঁরা একসঙ্গে রয়েছেন এবং বিষয়টি গোপন ছিল না। এতদিন কেন প্রথম স্ত্রী কোনও প্রশ্ন তোলেননি সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন ঋতিকা। দুই পক্ষের এই পাল্টা বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এখন সবার নজর পুলিশের তদন্তের দিকেই।

You cannot copy content of this page