‘২টো ডায়লগ বলেই ৫০ হাজার টাকা নিয়ে চলে গেল!’—মানালিকে নিয়ে বি’স্ফো’রক মন্তব্য ইমনের, তবে কি এবার বন্ধুত্বে ফাটল ধরল?

একসঙ্গে কাজ, দীর্ঘদিনের পরিচয়—টলিউডে এমন বহু সম্পর্ক তৈরি হয়, আবার ভেঙেও যায়। কিন্তু যখন সেই সম্পর্কের কোনও একজন হঠাৎ করে এমন কিছু বলেন যা শুনে মনে হয় কিছু একটা ঠিক নেই, তখন তো চর্চা হবেই! সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তীর এক মন্তব্য ঘিরে ঠিক এমনই আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাম উঠে এসেছে ছোটপর্দার পরিচিত মুখ মানালি দে-র।

একটি পুরনো টেলিভিশন রিয়্যালিটি শো—‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির ছিলেন ইমন ও মানালি। সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ইমন বলেন, “ভীষণ ভিড় ছিল আমাদের পাড়ার ফাংশনে। মানালিকে দেখতে ভিড় ঠেলে গিয়েছিলাম। প্রচুর বডিগার্ড ঘিরে রেখেছিল। আর ও ২টো ডায়লগ বলে ৫০ হাজার টাকা নিয়ে চলে গেল।” এই কথা শুনেই চারদিক উত্তাল—এ কি তবে কোনও পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ?

ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকেই নানান রকম মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট সেকশন। কেউ বলছেন, “এটা কি মানালির অপমান?” কেউ আবার মনে করছেন, “বন্ধুত্বে চিড় ধরেছে।” অনেকেই ভাবছেন, এতদিনের সম্পর্ক হয়তো আর আগের মতো নেই! উপস্থিত দর্শকরাও তখন থম মেরে গিয়েছিলেন ইমনের এমন মন্তব্যে। মানালি যদিও সঙ্গে সঙ্গেই বলেন, “মোটেও না…”

এই চর্চিত কথোপকথনের পেছনে ছিল আসলে এক পুরনো দিনের হাসি-মজার স্মৃতি। ইমন তখন এক সাধারণ দর্শক, মানালি টেলিভিশনের পরিচিত মুখ। পাড়ার ফাংশনে তাঁদের প্রথম দেখা। সেই ঘটনাই ইমন বলেছিলেন রসিকতার ছলে, মঞ্চে হাসতে হাসতেই। একইভাবে মানালিও পাল্টা বলেছিলেন, “ইমন খুব কিপটে।” এটি নিছক খুনসুটি, একে অপরকে খোঁচানোর পুরনো অভ্যেস—যা বোঝা যায় পুরো পর্বটি মন দিয়ে দেখলে।

আরর পড়ুনঃ কৃত্রিম পা নিয়েই জীবনের প্রতিবন্ধকতাকে জয় করলেন নৃত্যশিল্পী! ইচ্ছে শক্তিতে ভর করে সাফল্যের ভিডিও দেখে চোখের জল বাঁধ মানছে না নেটবাসীর 

‘প্রাক্তন’ ছবিতে কাজ করতে গিয়েই তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্বের প্রথম সূত্র। দুজনেই ছোটবেলায় মা-কে হারিয়েছেন, বাবার কাছে বড় হয়েছেন। এই মিল, এই অনুভবের জায়গা থেকেই গড়ে ওঠে এক অটুট সম্পর্ক। তাই ভাইরাল হওয়া এই কথাগুলি বন্ধুত্বে ফাটলের প্রমাণ নয়, বরং বন্ধুত্বের গভীরতা আর নিখাদ বন্ধুত্বের ছোঁয়া—যেখানে ঠাট্টা-ই আসল ঘনিষ্ঠতার পরিচয়।

You cannot copy content of this page