১৭ ঘন্টা হয়ে গেল, পুরোপুরি নিষ্ক্রিয় স্টার জলসার ফেসবুক পেজ! আপডেটের অপেক্ষায় বসে হতাশ স্টার জলসার ভক্তরা

বাংলা বিনোদনের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসা। বর্তমানে বেশ কয়েকটি নতুন সিরিয়াল এনে নিজের হারানো জায়গা ফিরিয়ে নিয়েছে এই চ্যানেল। এই চ্যানেলের গাঁটছড়া জি বাংলার মিঠাই কে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে টিআরপি তালিকার শীর্ষস্থান থেকে। নতুন শুরু হওয়া গোধূলি আলাপও আস্তে আস্তে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। এছাড়াও নতুন রিয়্যালিটি শো ইস্মার্ট জোড়িও একটু একটু করে ভাইরাল হচ্ছে মানুষের মধ্যে।

সামনে আসতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড তার জন্য ভোটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে 17 ঘন্টা হয়ে গেল স্টার জলসার ফেসবুক পেজ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে রয়েছে। মূলত ফেসবুক পেজে বিভিন্ন সিরিয়ালের ক্লিপিংস প্রোমো দেওয়া হয় যা প্রচুর মানুষ দেখেন।সকলের পক্ষে প্রত্যেকদিন সিরিয়াল দেখা সম্ভব হয় না তাই অনেকেই ফেসবুকে স্টার জলসার পেজ ফলো করে রাখেন যাতে সিরিয়ালের আপডেট টুকু তারা পেয়ে যান। এছাড়াও যাতে বিভিন্ন রিয়ালিটি শো’র ঝলকও তারা যদি দেখতে চান সেজন্য স্টার জলসার ফেসবুক পেজ একদম তাদের জন্য ঠিক আছে‌।

controversy

কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 17 ঘন্টার উপর হয়ে গেল স্টার জলসার ফেসবুক পেজ থেকে কোন রকম পোস্ট করা হয়নি। এ নিয়ে একটু শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে স্টার জলসার দর্শকদের মধ্যে।তারা সকলেই এখন হা-পিত্যেশ করে বসে রয়েছেন কখন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর প্রোমো দেবে‌।

কিন্তু অ্যাওয়ার্ডের প্রোমো দেওয়া তো দূরে থাক, কোন সিরিয়ালের ক্লিপিংসও দেওয়া হচ্ছে না। এখন থেকে 17 ঘণ্টা আগে ইস্মার্ট জোড়ির রাজা মধুবনীর একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। তারপরে আর কোনো আপডেট নেই। কখন স্টার জলসা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে কোন আপডেট দেয় সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্টার জলসার ভক্তরা।

You cannot copy content of this page