কানের বড় অপারেশনের পরে আবার ভারী ঝুমকো দুল পরেছে যমুনা ঢাকি! ট্রোলের মুখে শ্বেতা ভট্টাচার্য

সিরিয়ালে অনেক সময় গল্পের গরু গাছে উঠে যায়। বাংলা সিরিয়ালেও এর অন্যথা হয় না। আর সেটা দেখে এখনকার মানুষ বিভিন্ন রকম কটাক্ষ বা বিদ্রুপ করে বসে। আগেকার সময়ে সোশ্যাল মিডিয়া ছিল না যার মাধ্যমে শ্রোতারা বা দর্শকরা নিজেদের মনের কথা প্রকাশ করতে পারতো।

তবে এখন সেই সুবিধা এসে যাওয়ায় তারা অবাস্তব বিষয়গুলিকে কটাক্ষ করতে ছাড়ে না। তাই আবার একবার কটাক্ষের মুখে পড়ল জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকের মুখ্য নায়িকা শ্বেতা ভট্টাচার্য।

ধারাবাহিকে যমুনার গানের প্রতিভা তুলে ধরা হয়েছে নানা সময়। দেখানো হচ্ছে রিয়্যালিটি শো-এ যমুনা ঢাক বাজাচ্ছে এবং গান গাইছে। সেই সূত্রেই একসময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় এবং সেই ষড়যন্ত্রে পা দিয়ে শ্রবণশক্তি হারিয়ে ফেলে যমুনা।

কিন্তু ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়িকা শেষ পর্যন্ত জয়লাভ করবেই। তাই কোওনভাবে ছন্দ মেলানোর চেষ্টা পরিচালকের, এমনটাই মনে করছে নেটিজেনরা। আর সেই চেষ্টার কারণেই ভুলভাল বিষয়ে দেখানো হচ্ছে সেখানে।

ধারাবাহিকে দেখানো হয়েছে নায়িকার কানের অপারেশন হয়েছে। আর সেই অপারেশন হওয়ার পরে যমুনা ঝুমকো দুল পরেছে তার কানে। এতেই আপত্তি দর্শকদের।

একজনের কানে অস্ত্রপ্রচার হওয়ার পর কী করে সে এত ভারী দুল পরে সেই নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কেউ কেউ বলছে এরকম অবাস্তব কাহিনী দেখানো হলে বেশিদিন টিকবে না এই ধারাবাহিক। আবার কেউ কেউ বলছে এবার নাসাতে গিয়ে ঢাক বাজাবে যমুনা।

You cannot copy content of this page