‘এরপর যমুনা ঢাকি নাসাতে গিয়ে ঢাক বাজাবে’, যমুনার প্রতিযোগিতায় জয়লাভের পর কটাক্ষের বন্যা নেট পাড়ায়!

জি বাংলায় দীর্ঘদিন ধরে চলে আসছে এমন জনপ্রিয় ধারাবাহিক বলতে একমাত্র প্রতিযোগিতায় টিকে আছে যমুনা ঢাকি। গল্পে যাই কিছু হয়ে যাক না কেন টিআরপি রেটিং তালিকায় সিরিয়ালটি 1 থেকে 10 এর মধ্যে থাকবেই। অনেক সময় এমন কিছু দেখানো হয়েছে গল্পে যা দেখে নেট পাড়ায় হয়ে উঠেছে হাসির খোরাক। কিন্তু তাও নিজের জয়যাত্রা থামায়নি যমুনা ঢাকি। গ্রামের এক সাধারন মেয়ে থেকে শহরের বড় পরিবারের গৃহবধু এবং এক সফল ঢাকি হয়ে ওঠা, এই ছিল যমুনা ঢাকি গল্পের মূল উপজীব্য।

শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস এর অভিনয় প্রাণ পেয়েছে যমুনা ঢাকি। এর আগে শ্বেতা জড়োয়ার ঝুমকোতেও ভাল অভিনয় করেছিলেন।বর্তমানে স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করে তাকে মাঝে মাঝেই নেট পাড়ার ট্রোলের শিকার হতে হয় তবুও নিজের অভিনয় থামাননি শ্বেতা।

বর্তমানে যমুনা ঢাকিতে কী চলছে? দেখা যাচ্ছে তাল বিটস এন্ড নেশন নামে একটি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যমুনা ঢাকি যেখানে প্রথমে ষড়যন্ত্রের কারণে তার শ্রবণ শক্তি হারিয়ে যায়। তবে এখন ফাইনালে পৌঁছে দেখা যাবে যে প্রতিযোগিতায় জয় লাভ করেছে যমুনা। জি বাংলার তরফ থেকে নতুন যে ক্লিপিংসটি দেওয়া হয়েছে তাতে জয়লাভ করেছে সেটা না দেখানো হলেও পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে প্রতিযোগিতায় জয় লাভ করল যমুনা।

আর এখানেই রয়েছে অনেকের আপত্তি।অনেকেই বলছেন যে এমন অবাস্তব জিনিস যমুনা ঢাকিতে দেখানো হয় যা বিশ্বাস করতে কষ্ট হয়। একজন তো আবার মজা করে লিখেছেন যে এরপর যমুনা ঢাকি নাসাতে যাবে, বড় বিজ্ঞানী হবে। সেখানে গিয়ে ঢাক বাজাবে।মাঝে মাঝে এই সিরিয়ালে গল্পের গরু এমন গাছে উঠে যায় যে দর্শকদের বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তবুও টিআরপি রেটিং তালিকায় কিন্তু নিজের জায়গা ধরে রাখে যমুনা ঢাকি।

You cannot copy content of this page