ঢাক ছেড়ে এবার বড় দাঁ হাতে আর্যার দিকে তেড়ে গেল যমুনা! ‘যমুনা ক্ষেপী’, প্রোমো দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা

মাঝে মাঝে বাংলা সিরিয়াল গুলোতে এমন সব ঘটনা ঘটে যা দেখে চোখ কপালে উঠে যায় নেটিজেনদের। কোনোদিন দেখা যায় কাঁচি দিয়ে বম্ব নিষ্ক্রিয় করতে আবার স্ক্রাবার দিয়ে হৃদরোগ সারাতে‌। একের পর এক হাস্যকর জিনিস দিয়ে ভরে ওঠে সিরিয়ালগুলো আর মজা পান নেটিজেনরা।এবার জনপ্রিয় সিরিয়াল যমুনা ঢাকিতে একটি দৃশ্য দেখা গেল যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা।

আজ 25 শে জানুয়ারি দেখা যাবে সিরিয়ালের খলনায়িকা আর্যার পিছনে বড় দাঁ হাতে দৌড়াচ্ছে যমুনা, সঙ্গে বলছে তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আজ তোকে মেরেই ফেলবো। দেখা যায় যমুনায় চোখমুখ রাগে বড় হয়ে গেছে। এই দৃশ্য দেখেই হাসিতে ফেটে পড়েছে নেটিজেনরা।

কেউ কমেন্ট করেছে যে যমুনা ক্ষেপী আবার কেউ কমেন্ট করেছেন পাগলামো গুলো বন্ধ করলে ভালো হয়। আবার কেউ লিখেছে যে যমুনা শেষ পর্যন্ত অভিনয় করতে করতে পাগলী হয়ে গেল।অনেকেই বলছে এই সিরিয়ালটা এবার বন্ধ হলে ভালো হয় যদিও যমুনা ঢাকির টিআরপি রেটিং কিন্তু বেশ ভালো। তবুও এই প্রোমোর দৃশ্যটি মানুষের মনে হাসির উদ্রেক করেছে।

Jamuna Dhaki Jamuna Dhaki

You cannot copy content of this page