“বাংলার থেকে হিন্দিতে কাজ করা অনেক বেশি সহজ!” ২২ বছর বাংলা ইন্ডাস্ট্রিতে কাটিয়েও, বাংলা ইন্ডাস্ট্রির প্রতি অকৃতজ্ঞ জিৎ? প্রশ্ন তুলছে নেট পাড়া

২২ বছরেরও বেশি সময় টলিউডে (Tollywood) কাটানোর পর ‘জিৎ’ (Jeet) -এর সাম্প্রতিক মন্তব্যে কার্যত ধাক্কা খেয়েছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি। সম্প্রতি হিন্দি ওটিটি সিরিজ ‘খাকি ২’ (Khakee 2) –তে অভিনয় করে বলিউডে (Bollywood) পা রাখলেন তিনি। আর প্রথম হিন্দি প্রজেক্টেই নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি যা বললেন, তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বাংলার জনপ্রিয় এই সুপারস্টার জানিয়েছেন, তাঁর কাছে হিন্দিতে কাজ করা বরং অনেক বেশি সহজ, বাংলার থেকে। আর এই মন্তব্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জিৎ।

২০০২ সালে ‘সাথী’ ছবি দিয়ে টলিউডে যাত্রা শুরু করেছিলেন জিৎ। প্রথম ছবিতেই সুপারহিটের তকমা। তারপর একের পর এক ব্লকবাস্টার— ‘আওয়ারা’, ‘বস’, ‘জোশ’, ‘দুই পৃথিবী’ সহ বহু ছবির মধ্য দিয়ে গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। সেই জিৎ যখন বলছেন, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা তাঁর কাছে বেশি কঠিন, তখন প্রশ্ন উঠবেই— এত বছর বাংলা ইন্ডাস্ট্রিকে সময় দিয়ে, সেই ইন্ডাস্ট্রিরই এমন “তুলনামূলক খাটো” মূল্যায়ন কি ঠিক? অনেকেই বলছেন, এটা জিৎ-এর তরফে একরকম ‘বাংলা ইন্ডাস্ট্রিকে আড়াল থেকে ঠুকলেন’ বলেই মনে হচ্ছে।

22 years career

জিৎ-এর মতে, অনেক আঞ্চলিক অভিনেতার হিন্দি উচ্চারণ বা অনুবাদে সমস্যা হয়, যা তাঁর হয় না। কারণ, তিনি নিজে হিন্দিভাষী এবং হিন্দিতে স্বচ্ছন্দ। আর সেই কারণেই হিন্দি মাধ্যমে কাজ করা তুলনামূলক সহজ তাঁর কাছে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। একধাপে বলে ফেলেছেন, বাংলা ভাষায় কাজ করা বরং তাঁর কাছে বেশি চ্যালেঞ্জিং। তাঁর এই বক্তব্যে নেটপাড়ায় শুরু হয়েছে নানা মুনির নানা মত। কেউ বলছেন, “জিৎ নিজে বাংলা ইন্ডাস্ট্রির পোস্টার বয় ছিলেন এক সময়, তিনিই যদি বলেন হিন্দি বেশি সহজ, তাহলে নতুনদের থেকে আমরা কী আশা করব?” আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, “বাঙালিকে দিয়ে বাঙালিকে ছোটানোটা আমরা ভালোই পারি।”

তবে এই নতুন প্রজেক্টে প্রথমবার প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জিৎ, যেটা একপ্রকার ঐতিহাসিক বলেই মনে করছেন অনেকেই। যদিও দু’জনের ব্যক্তিগত সমীকরণ বরাবরই ভাল, তবুও কখনও একসঙ্গে কাজ করেননি। সেই সম্পর্কের প্রসঙ্গে জিৎ জানিয়েছেন, এতদিন বাদে একসঙ্গে কাজ করেও কখনও মনে হয়নি প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন তাঁরা। এটা সম্ভব হয়েছে পরস্পরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া আর পেশাদারিত্বের জন্য। পাশাপাশি, তিনি এই নিয়েও গর্বিত যে বাংলা ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখ একসঙ্গে হিন্দি মাধ্যমে কাজ করে গোটা দেশকে নিজেদের দিকটা তুলে ধরতে পারছেন।

আরও পড়ুনঃ মিলল না জামিন , আপাতত জেল হেফাজতেই ঠাকুরপুকুর কাণ্ডের অভিযুক্ত ভিক্টো দাস! গাড়ি থেকে উদ্ধার ৭টা মদের বোতল, গাঁজার কল্কে!

তবে বিতর্ক যেখানেই থাকুক, একথা অস্বীকার করার জায়গা নেই— জিৎ-এর মন্তব্যে একটা অপ্রিয় সত্যও লুকিয়ে থাকতে পারে। বাংলা ইন্ডাস্ট্রি এখনও প্রাদেশিকতার গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় পরিসরে পা রাখতে পারছে না। অনেক অভিনেতাই হিন্দি ভাষায় অনায়াস হলেও সুযোগের অভাবে আটকে যান। জিৎ-এর মন্তব্য হয়তো সেই দিকটাই তুলে ধরছে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে— এমন বক্তব্য কি বাংলা ইন্ডাস্ট্রির প্রতি অকৃতজ্ঞতা? নাকি এটাই তাঁর দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতার নির্যাস? বিতর্ক যাই হোক, জিৎ যে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তা বলাই বাহুল্য।