দারুণ খবর! অসুস্থতা কাটিয়ে ফ্লোরে ফিরলেন অভিনেতা জীতু কমল, শুরু হলো শুটিং

ছবির শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা জীতু কমল। বুকে ব্যথা ও জ্বরের কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। অনুরাগী থেকে সহকর্মী—সবাই দুশ্চিন্তায় ছিলেন তাঁর দ্রুত আরোগ্য নিয়ে। অবশেষে এল সুখবর! শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে জীতুর, আর এবার তিনি আবারও ফিরছেন নিজের প্রিয় জায়গায়—শুটিং ফ্লোরে। মঙ্গলবার থেকেই শুরু করবেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং। সোমবার পর্যন্ত শুটিং বন্ধ থাকলেও, অভিনেতার ফেরা নিয়ে এখন পুরো টিমে উৎসাহের পরিবেশ।

ধারাবাহিকে আসছে এক বিশেষ পর্ব—আর্য এবং অপর্নার বিয়ে। গল্পের এই গুরুত্বপূর্ণ ট্র্যাক জীতুকে ছাড়া একেবারেই সম্ভব নয়। ফলে অভিনেতার সুস্থ হয়ে ফেরাটা ছিল সবার কাছে বিশেষ খবর। প্রযোজনা সংস্থা ও চ্যানেলও তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে কাজের পরিবেশকে আরামদায়ক করে তুলেছে। জীতুও জানিয়েছেন, শরীরের যত্ন নিয়েই এবার তিনি কাজে ফিরবেন। কারণ আগের মতো অতিরিক্ত কাজের চাপে নিজের যত্ন নেওয়া একপ্রকার ভুলে গিয়েছিলেন।

হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন জীতু। লিখেছিলেন, “মানব শরীরও তো একটা যন্ত্র, তাই মাঝে মাঝে বিকল হবেই। যেমন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে মানে এই নয় যে বড় দুর্ঘটনা হয়েছে, তেমনই হাসপাতালেও আসা একেবারে স্বাভাবিক ব্যাপার।” তিনি আরও জানান, সম্প্রতি যেসব কাজের মধ্যে ডুবে ছিলেন, তা এতটাই ভালোবেসে করছিলেন যে খাওয়া-ঘুমের সময়ের খেয়ালই রাখতে পারেননি। সেই অসাবধানতাই শরীরকে ক্লান্ত করে ফেলেছিল।

অভিনেতার এই সৎ স্বীকারোক্তি ও আত্মবিশ্লেষণ অনুরাগীদের আরও কাছে টেনে নিয়েছে তাঁকে। তাঁর পোস্টে সহ-অভিনেতারা শুভেচ্ছা জানিয়েছেন দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য। প্রযোজনা সংস্থা জানিয়েছে, তাঁরা জীতুর বিশ্রাম ও সময়সূচি অনুযায়ী শুটিং সাজাচ্ছেন।

আরও পড়ুনঃ নতুন বছরে বিয়ের ঘণ্টা বাজার কথা ছিল, হঠাৎই ভাঙল সম্পর্ক? আদিত্য-অনুষার বিচ্ছেদে টলিউডে চাঞ্চল্য! ভেঙে গেল কী নায়ক-নায়িকার সম্পর্ক?

নিজের কাজের প্রতি ভালোবাসা থেকেই হাসপাতালে থেকেও প্রযোজকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন জীতু, কারণ তাঁর জন্য শুটিং আটকে থাকুক, তা তিনি মোটেই চাননি। অবশেষে সবার আশীর্বাদ ও যত্নে সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত অভিনেতা। খুব শিগগিরই দর্শক আবার দেখতে পাবেন তাঁদের প্রিয় আর্যকে, আগের মতোই প্রাণবন্ত, পর্দা ভরিয়ে তোলার জন্য প্রস্তুত জীতু কমল।a