“ওর ধৈর্য আর শিক্ষা যে কোনও পুরুষকে আকৃষ্ট করবে”— দিতিপ্রিয়াকে নিয়ে কেন এমন বললেন জিতু কমল?

ছোট পর্দায় সদ্য কামব্যাক। পাঁচ বছর পর ফিরেই আবার চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা জীতু কমল। এবার তাঁর আলোচনায় থাকার কারণ শুধু নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ নয়। বরং, তাঁর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে ঘিরে একের পর এক মন্তব্যেই ঝড় তুলেছেন তিনি। কেউ বলছেন প্রশংসা, কেউ খুঁজছেন খোঁচা, আবার কারও মতে, এ এক অন্য রসায়ন। আর তারই মাঝে তৈরি হচ্ছে নতুন গুঞ্জন— বাস্তবেও কি এই জুটি জমে উঠেছে?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে দিতিপ্রিয়ার উদ্দেশে একের পর এক মন্তব্য করেন জীতু। সেখানে তিনি লেখেন, “বছর ২২-২৩-য়েই এই ঝড় তুলছে! ২৫-৩০-তে তো সাইক্লোন হবেই।” এমনকি দিতিপ্রিয়ার চোখের চাউনিও নাকি অনেক পুরুষকে কাবু করে দিচ্ছে— এমন মন্তব্য করতেও পিছপা হননি অভিনেতা। যদিও পরে স্পষ্ট করে বলেন, “খুব ছোট তো, তাই হয়তো বলতে পারেন না!” এইসব মন্তব্যে দিতিপ্রিয়াকে নিয়ে তাঁর মুগ্ধতাই যেন স্পষ্ট হয়ে উঠছে।

তবে এই সব মন্তব্যের পরেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন জাগছে— দিতিপ্রিয়াকে কি তবে আলাদা চোখেই দেখছেন জীতু? বাস্তবেও কি কোনও সম্পর্ক গড়ে উঠছে তাঁদের মধ্যে? কিন্তু এই প্রশ্নে অভিনেতা সরাসরি সাফাই দিয়েছেন, “দিতিপ্রিয়ার প্রতি আমার প্রচণ্ড স্নেহ রয়েছে। শুধুই স্নেহ।” পাশাপাশি তিনি আরও জানান, এমন মন্তব্যই প্রমাণ করে তাঁরা জুটি হিসেবে সফল, কারণ দর্শক তাঁদের নিয়েই চর্চা করছে।

এই ধারাবাহিকেই প্রথমবার দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন জীতু। যদিও পর্দায় তাঁদের বোঝাপড়া দেখে বোঝার উপায় নেই এটি প্রথম কাজ। জীতু জানান, “ওর খুনসুটি, আবদারগুলো দেখে বুঝে অভিনয়ের চেষ্টা করি।” পাশাপাশি দিতিপ্রিয়ার অভিনয়ের প্রশংসা করে জানান, তাঁর অভিনয় দক্ষতা ও শিক্ষা যেকোনও পুরুষকে আকৃষ্ট করতেই পারে।

আরও পড়ুনঃ “আমি পার্লারেই যাই না, ভগবান যা দিয়েছেন, তাই থাকুক!” “কৃত্রিম রূপ বেশিদিন টেকে না, বয়সের ছাপ মুখে পড়বেই!”— কসমেটিক ট্রেন্ডকে একহাত নিলেন মমতা শঙ্কর! নিজেকে বদলানোর চেয়ে নিজেকে ভালোবাসা জরুরি, মমতার বার্তা নতুন প্রজন্মকে!

জীতু দাবি করেন, সাংবাদিকরাই নাকি মাঝেমধ্যেই বলেন, দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর সদ্ভাব নেই। তাঁরা একসঙ্গে ছবি তোলেন না, সাক্ষাৎকারও দেন না। কিন্তু অভিনেতার মতে, “প্রতি দিন নায়িকাকে নিয়ে কিছু না কিছু লিখলে রসায়নের এই আকর্ষণ থাকবে?” তাই এইসব জল্পনায় কান না দিয়ে নিজের কাজ ও সহ-অভিনেত্রীর প্রতি সম্মান জানাতেই বেশি আগ্রহী অভিনেতা জীতু।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।