প্রয়াত অভিনেতা জয়জিৎ ব্যানার্জি! জয় ব্যানার্জির মৃত্যুর দিনে নাম বিভ্রাটের জেরে পরপারে চলে গেলেন জীবন্ত অভিনেতা!

টলিউডে নেমেছে শোকের ছায়া। আজ অর্থাৎ ২৫ আগস্ট প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা ও প্রাক্তন সাংসদ ‘জয় বন্দ্যোপাধ্যায়’ (Joy Banarjee)। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই চলছিল তাঁর। অবশেষে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৬২ বছর বয়সেই থেমে গেল তাঁর জীবনযাত্রা, বাংলা চলচ্চিত্র ও রাজনৈতিক জগতের জন্য এক বড় ক্ষতি।

তবে তাঁর প্রয়াণের খবরে এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়লেন টেলি অভিনেতা ‘জয়জিৎ বন্দ্যোপাধ্যায়’ (Joy banerjee)। নামের সাদৃশ্যের কারণে বহু মানুষ ভেবেছিলেন তিনিই মারা গেছেন! সকাল থেকেই তাঁর মোবাইল নাকি বেজে চলেছে অবিরাম। অসংখ্য মেসেজ ও ফোনের জেরে বিভ্রান্তি কাটাতে অবশেষে জয়জিৎ নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন।

পোস্ট করে জানান, “অভিনেতা জয় ব্যানার্জি ওনার আত্মার শান্তি কামনা করি। সকাল থেকে প্রচুর ফোন আর মেসেজ পাচ্ছি। আমি ভালো আছি।” তাঁর পোস্টে কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার মজার ছলে লিখেছেন— “আয়ু বেড়ে গেল আপনার।” আবার আরেকজন মন্তব্য করেন, “বেঁচে থাকার মতো কাজ করুন।” উত্তরে জয়জিৎ হালকা মজা করেই জবাব দেন।

আরও পড়ুনঃ “বাবা-মাও ভীষণ স্নেহ করতেন…সম্পর্ক ছিল আমাদের!” “অনেক কষ্ট পাচ্ছিলেন, এখন শান্তিতে আছেন!”— জয় বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আবেগপ্রবণ ঋতুপর্ণা সেনগুপ্ত! কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, টলিউডে শো’কের ছায়া!

তিনি বলেন, “কি কি কাজ করতে হবে একটু বলে দিলে ভালো হয়।” উল্লেখ্য, ১৯৬৩ সালে জন্ম নেওয়া জয় বন্দ্যোপাধ্যায় ‘অপরূপা’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। দেবশ্রী রায়ের বিপরীতে তাঁর অভিনয় ছিল স্মরণীয়। পরবর্তীতে হীরক জয়ন্তী, জীবন মরণ, অভাগিনী, মিলন তিথি, সিঁথির সিঁদুর–সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।