ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমের স্বীকারোক্তি! পাঁচবার বিয়ের করার পরও আবার নতুন সম্পর্কে মজেছেন কবীর সুমন!

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে প্রেমের দিন। ভালোবাসার আবহে মোড়া এই বিশেষ দিনে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে খোলাখুলি প্রেমের স্বীকারোক্তি করলেন প্রখ্যাত সংগীতশিল্পী ও গীতিকার কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়গ্রাহী ছবি পোস্ট করেছেন ৭৫ বছর বয়সী এই গায়ক। ছবিতে দেখা যাচ্ছে, এক নারী হাসিমুখে সেলফি তুলছেন, আর পিছন থেকে দুই কাঁধে হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন কবীর সুমন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাদের ভ্যালেন্টাইন”, আর ছবিতেই লেখা “ভ্যালেন্টাইন ২০২৫”।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবির মহিলার নাম সৌমী বসু মল্লিক, যিনি হাওড়ার বাসিন্দা। পোস্টটি ঘিরে মন্তব্যের বন্যা বয়ে গেছে। অনেকে তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, “আপনাদের জন্য অনেক শুভেচ্ছা”, আবার কেউ বলেছেন, “কি সুন্দর! ফাল্গুনের শুভেচ্ছা”। সৌমী নিজেও কমেন্ট করে প্রেমের প্রকাশ ঘটিয়েছেন— “আমি তোমায় ভালবাসি”।

কবীর সুমন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা। একসময় তিনি নিজেই জানিয়েছেন, তিনি পাঁচবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম বিয়ে করেছিলেন সোফিয়া নাজমা চৌধুরী নামে এক বাংলাদেশি নারীর সঙ্গে, যখন তিনি ভয়েস অব আমেরিকা-তে কর্মরত ছিলেন। তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার বিয়ে ভাঙলো মহানায়ক নাতি গৌরবের? মনোজ মুরলির সঙ্গে ‘বিবাহ সম্পন্ন’ দেবলীনার!

এরপর তাঁর জীবনে আসেন এক জার্মান নারী মারিয়া। তবে সেই সম্পর্কও টেকেনি, বরং মারিয়া তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করেন। এরপর বাংলাদেশি কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে তাঁদের একসঙ্গে থাকার পর্ব বেশিদিন স্থায়ী হয়নি, যদিও তাঁদের বিচ্ছেদ হয়নি। এছাড়া, গায়কের বাকি দুই স্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে তাঁর প্রেমজীবন বরাবরই রঙিন এবং চর্চার বিষয়।

কবীর সুমন প্রায় দেড় বছর আগে বলেছিলেন, তাঁর বয়স যতই হোক, তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম। সেই কথার প্রতিফলন যেন দেখা গেল তাঁর সাম্প্রতিক পোস্টে। প্রেমের আবেগের বহিঃপ্রকাশ কোনো বয়সের তোয়াক্কা না করেই জানালেন ৭৫ বছর বয়সে এসেও বিছানায় সফলভাবে সক্ষম তিনি। কবীর সুমনের এই পোস্ট সেটিই আরও একবার প্রমাণ করল। তাঁর ভ্যালেন্টাইন ২০২৫-এর প্রতি উন্মুক্ত ভালোবাসার বার্তা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।