দেবলীনা কুমার ও মনোজ মুরলি নায়ার বর্তমানে একাধিক প্রকল্পে একসঙ্গে কাজ করছেন। তাঁদের বেশ কিছু মিউজিক ভিডিও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, যা দর্শকমহলে ভালোই সাড়া ফেলেছে। তবে সম্প্রতি দেবলীনার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এক অন্যরকম আলোচনা শুরু হয়েছে। নতুন একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “বিবাহ সম্পন্ন হল, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য।” এরপর থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে— তবে কি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবলীনার সম্পর্ক ভেঙে গেছে? তিনি কি সত্যিই মনোজ মুরলিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন?
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, দেবলীনা পরেছেন লাল বেনারসি, মাথায় টোপর, হাতে আলতা, আর গায়ে সোনার গয়না। পাশে দাঁড়িয়ে থাকা মনোজ মুরলির পরনে রয়েছে সাদা ধুতি-পাঞ্জাবি। এমন সাজ-পোশাকে ছবি দেখে অনেকেই মনে করেছেন, তাঁদের সত্যি বিয়ে হয়েছে। যদিও অভিনেত্রী ক্যাপশনের পরবর্তী লাইনেই লিখেছিলেন, “রইল আমোদিনীর ইউটিউব চ্যানেলে।” অর্থাৎ, এটি তাঁদের নতুন মিউজিক ভিডিও “ভালোবেসে সখী”-এর একটি দৃশ্য মাত্র। কিন্তু এতকিছু স্পষ্ট করেও বিতর্ক থামেনি।
সোশ্যাল মিডিয়ায় দেবলীনার পোস্টে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ কটাক্ষ করে লেখেন, “গৌরবকে আবার ডিভোর্স? দারুণ!” আরেকজন লেখেন, “মানে?” এমনকি কেউ কেউ রসিকতা করে লিখেছেন, “রিল হোক বা রিয়েল, নিমন্ত্রণ পেলাম না কেন?” এই ধরণের মন্তব্য প্রমাণ করে যে অনেকেই দেবলীনার পোস্টের আসল অর্থ বুঝতে না পেরে বিভ্রান্ত হয়েছেন। তবে দেবলীনা বা গৌরব, কেউই এই গুঞ্জন নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি।
আরও পড়ুনঃ শুভ উদ্যোগ! ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, নিলেন খরচের ভার
আসল সত্যিটা হল, গৌরব ও দেবলীনার সম্পর্কে কোনও ফাটল ধরেনি। তাঁরা এখনও সুখী দম্পতি এবং একসঙ্গে রয়েছেন। মনোজ ও দেবলীনার বন্ধুত্ব নিছকই কর্মক্ষেত্রের, যেখানে তাঁরা একসঙ্গে কাজ করছেন এবং একাধিক নতুন প্রকল্পে অংশ নিচ্ছেন। তাই অভিনেত্রীর মিউজিক ভিডিওর প্রচারের অংশ হিসেবে করা পোস্টটিকে বাড়তি অর্থ দেওয়ার কোনও প্রয়োজন নেই।
উল্লেখ্য, গৌরব চ্যাটার্জীর প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা বোস। ২০১৫ সালে তাঁর সঙ্গে বিচ্ছেদের পর ২০২০ সালে গৌরব গাঁটছড়া বাঁধেন দেবলীনার সঙ্গে। তবে একথা বলতেই হয় যে, দেবলীনার অভিনব প্রচার কৌশল নিঃসন্দেহে সফল হয়েছে। তাঁর পোস্ট ঘিরে যে আলোচনার ঝড় উঠেছে, তাতে “ভালোবেসে সখী” ভিডিওটির প্রতি দর্শকদের আগ্রহ অনেকটাই বেড়েছে। বলাই বাহুল্য, এটি শুধুই বিনোদন, বাস্তব জীবনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।