“সব ফ্রাস্টেটেড লোকজন! আমরা এখন টক অফ দা টাউন!” আমাদের এখন ফ্যান বেড়ে গেছে অকপট কাঞ্চন-শ্রীময়ী

টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। তবে তিনি শুধু অভিনেতা নন, শাসক দলের গুরুত্বপূর্ণ সদস্য। একাধারে অভিনয় আর অন্যধারে রাজনীতি সমান ব্যালেন্স করে চালাচ্ছেন কাঞ্চন মল্লিক। এরই মাঝে তিনি ব্যক্তিগত জীবনে বিয়ের হ্যাটট্রিক করেছেন। আর কাঞ্চনের তৃতীয় বিয়ের পর থেকেই চর্চার কেন্দ্রে তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুললেন কাঞ্চন-শ্রীময়ী।‌

সোশ্যাল মিডিয়ার আক্রমণ হাসিমুখে মানেন কাঞ্চন-শ্রীময়ী! বর্তমানে সব থেকে চর্চিত জুটির প্রসঙ্গ উঠলেই যাদের নাম প্রথমেই ভেসে ওঠে তাঁরা হলেন কাঞ্চন ও শ্রীময়ী। চলতি বছর তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন পঞ্চাশোর্ধ কাঞ্চন মল্লিক। ‘বাচ্চা বউ’ শ্রীময়ীকে বিয়ে করার পর থেকেই নেটিজেনদের নিশানায় তারকা জুটি। অভিনেতার বিয়ে থেকে হানিমুন নেটিজেনদের নজর এড়ায় না কিছুই।

তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে হালকা মেজাজে এই বিষয়টি নিয়েই কথা বললেন কাঞ্চন ও শ্রীময়ী। ঠিক কী বললেন তাঁরা? শ্রীময়ীয়ের কথায় যারা সোশ্যাল মিডিয়ায় বিশ্রী আক্রমণ করেন তারা আসলেই ফ্রাস্টেটেড মানুষজন। ওনারাও এমনটা করতে চান কিন্তু করতে পারছেন না! একই সুর শোনা গেল কাঞ্চন মল্লিকের কথাতেও। কাঞ্চন বললেন জামাল কদু গানটা তিনি করতেই পারেন। কারণ তাঁর তিনটে বিয়ে!

একইসঙ্গে কাঞ্চন ও শ্রীময়ী দুজনে একথা স্বীকার করে নিলেন, বিয়ের পর অনেক ফ্যান বেড়েছে এই জুটির। তাঁরা এখন টক অফ দা টাউন! শ্রীময়ীয়ের প্রোফাইলে অনেকেই নাকি তাঁকে শুভেচ্ছা পাঠায়।‌ কাঞ্চনের কথায় শ্রীময়ী সুন্দরী বলেই এটি সম্ভব! আর কাঞ্চন নিজের বিষয়ে কি বললেন? হাসতে হাসতে অভিনেতা বললেন, কাঞ্চন যে শ্রীময়ীকে পেয়েছেন, সেটাই তো অনেকে মেনে নিতে পারছে না।

আরও পড়ুন: টেলিভিশন পর্দায় কামব্যাক করছেন খুব জনপ্রিয় অভিনেত্রী! নাম শুনলে চমকে যাবেন আপনিও

কথায় কথায় কাঞ্চন তুললেন কিশোর কুমারের কথাও। কিশোর কুমারের তিনটে বিয়ে স্মরণ করালেন তিনি। ‌প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কাঞ্চন ও শ্রীময়ীর সংসারে আগমন ঘটেছে নতুন অতিথির।‌ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। দীপাবলীর দিন খুশির মেজাজে কাঞ্চনের পরিবার

You cannot copy content of this page