একটা ট্রেন্ড সেট করার জন্য অনেক বড় মাপের স্টার হতে হয়—আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) এর স্ত্রী, অভিনেত্রী ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj) সম্প্রতি ঘোষণা করে ফেললেন, “আমরা পাওয়ারফুল কাপল, ট্রেন্ড সেটার!” (Trend setter) এমন আত্মবিশ্বাস দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়! একসময় যিনি অন্যের সংসার ভাঙিয়ে নিজের ঘর গুছিয়েছিলেন, তিনিই এখন বলছেন তাঁরা ‘ট্রেন্ড ফলো করেন না, তৈরি করে দেন’— সমাজমাধ্যমে এই নিয়ে চলছে সমালোচনার ঝড়!
“ট্রেন্ড ফলো করিনা, তৈরি করি”—তা হলে তো কিছু বলার নেই, দেবতা রূপে পুজোই শুরু করে দিতে হয়, বলে কটাক্ষ করছেন অনেকেই শ্রীময়ীকে। শ্রীময়ীর এই বাণী ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে রীতিমতো ট্রোলের বন্যা। কেউ লিখেছেন, “সমাজসংস্কারক, সমাজের পথপ্রদর্শক! বিদ্যাসাগর, দিরোজিও, রামমোহনের পরেই নাম উঠে যাওয়া উচিত!” আবার কেউ ঠাট্টায় বলেছেন, “এমন কনফিডেন্স যদি আমার থাকতো, আমিও এমন উক্তি লিখতে পারতাম”।
মানে এক কথায় এমন আত্মবিশ্বাস দেখানোর সাহসই যেন নেই সাধারণ মানুষের! আসলে শ্রীময়ী- কাঞ্চনের সম্পর্ক নিয়ে নেটিজেনদের অনেকদিন ধরেই নানা প্রশ্ন। সেই সম্পর্ক নিয়েই এবার ছবি তৈরি হচ্ছে বলে অভিনেত্রীর দাবি। কেউ লিখেছেন, “মোটা বডি উইথ মোটা মাথা”—আসলে দর্শকদের একাংশের মতে এই ধরনের বক্তব্য আসলে ‘আত্মবিভোরতা’র চূড়ান্ত স্তর। এমনকি কেউ প্রশ্ন করেছেন, “২০২৬ এর নতুন সিলেবাসে পাওয়ার কাপল এর চ্যাপ্টার আছে আপনাদের নিয়ে জানেন না?”
মানে বোঝাই যাচ্ছে, বিষয়ের গুরুত্ব কতখানি কমেডির পর্যায়ে চলে গেছে! একজন তো আর চুপ থাকতে না পেরে লেখে ফেলেছেন, “পরকীয়াকে অসভ্যতামি মানি আমরা, বাবাকে সন্তানের থেকে কেড়ে নেওয়া, বিয়ের আগে প্রেগন্যান্ট হওয়া এখন ট্রেন্ড!”—এবং এও বলেছেন, “এগুলো অপসংস্কৃতি, অসভ্য লোকজনের পরিচয়!” শ্রীময়ীর মতো একজন জনপ্রিয় মুখ যখন এমন সাহসী উক্তি করেন, তখন সেটা সমাজে কী বার্তা দেয়, সেটাও ভাবনার বিষয়।
আরও পড়ুনঃ “সুরঙ্গনা ভালো প’র্ন দেখলে আমায় বলে, তারপর দুজনে একসঙ্গে দেখি!”—দশ বছরের প্রেমের সম্পর্ক নিয়ে অকপট ঋদ্ধি সেন!
আবার আরেকজন বলছেন, “পারিবারিক শিক্ষার অভাব না হলে এমন কথা কেউ বলেন না”—এটা হয়তো একটু কঠিন শোনায়, কিন্তু নেটিজেনরা বেশ স্পষ্ট কথা বলতে শিখেছেন। সব মিলিয়ে এই পাওয়ারফুল কাপলের ট্রেন্ড সেটিং ডায়লগ নিয়ে এখন বাংলা বিনোদন দুনিয়ায় হাসির ঝড় উঠেছে। কে কী বললো, তার তোয়াক্কা না করেই শ্রীময়ী যেভাবে নিজের বক্তব্য সামনে এনেছেন, সেটা সত্যিই ‘উল্লেখযোগ্য’।