“সুরঙ্গনা ভালো প’র্ন দেখলে আমায় বলে, তারপর দুজনে একসঙ্গে দেখি!”—দশ বছরের প্রেমের সম্পর্ক নিয়ে অকপট ঋদ্ধি সেন!

দশ বছর ধরে সম্পর্কে আছেন ‘ঋদ্ধি সেন’ (Riddhi Sen) এবং ‘সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়’ (Surangana Bandyopadhyay) । বন্ধুত্ব দিয়ে শুরু, আর সেখান থেকেই এক অভিজ্ঞান ভালোবাসার পথে যাত্রা। সময়ের সাথে বদলেছে পরিস্থিতি, এসেছে কেরিয়ারের ব্যস্ততা, তবুও তাঁদের সম্পর্ক আজও অটুট। সম্প্রতি নিউইয়র্কের টাইম স্কোয়ারে দাঁড়িয়ে লিপ-লকের পোস্টটি জন্য সমালোচনায় উঠে এসেছিলেন দুজনে। সম্পর্কের দশ বছর পূর্তির মুখে দাঁড়িয়ে ঋদ্ধি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন একেবারেই খোলামেলা গল্প।

প্রেমিক হিসেবে তিনি যেমন সুরঙ্গনার প্রতি গভীর, তেমনই বন্ধুর মতোও তাঁর পাশে থাকেন সবসময়। ঋদ্ধির কথায়, ‘আমার বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একই মানুষ।’ আর এই বিশ্বাস আর স্বচ্ছতাই তাঁদের সম্পর্কের ভিত্তি। প্রেমের আগে তাঁদের বন্ধুত্বই ছিল সবথেকে বড় ভিত। সেই বন্ধুত্বই এক সময় প্রেমে রূপ নেয়। যদিও ঋদ্ধি নিজেই জানিয়েছেন, প্রথমে প্রেমটা একতরফা ছিল। সুরঙ্গনার পছন্দ ছিল অন্য একজন স্কুলের ছেলে, যা শুনে ঋদ্ধির মনে হালকা হিংসে কাজ করেছিল।

তখনই সে বুঝেছিল—এই অনুভূতিটা সাধারণ নয়। তাঁর সেই একতরফা ভালবাসাকে বাস্তব করতে সাহস জুগিয়েছিলেন বন্ধু ঋতব্রত। প্রেমপত্র লেখা, তা বইয়ের পাতায় গুঁজে দিয়ে দেওয়া—সবটাই ছিল এক কিশোর প্রেমের সুন্দর অধ্যায়। আর তারই উত্তর ছিল একটাই শব্দ—‘হ্যাঁ’। সেই ‘হ্যাঁ’ থেকেই শুরু হয় তাঁদের প্রেমের নতুন অধ্যায়। সময়ের সাথে প্রেমে যেমন গভীরতা এসেছে, তেমনই এসেছে খোলামেলা আলাপচারিতা, স্বচ্ছতা আর বিশ্বাসের বন্ধন।

এই বিশ্বাস এতটাই গভীর যে, একান্ত ব্যক্তিগত বিষয়ও তাঁদের আলোচনার অংশ। ঋদ্ধি নিজেই জানিয়েছেন—প্রেমে থাকার পরেও জীবনে ‘ইনফ্যাচুয়েশন’-এর সময় এসেছে। কিন্তু তিনি সেটা লুকিয়ে রাখেননি। বরং সুরঙ্গনাকেই সব বলেছেন। সুরঙ্গনাও কখনও কোনও ভালো দেখার মতো পর্ন কনটেন্ট দেখলে ঋদ্ধিকে বলেন—‘এটা দেখিস পারলে’। দুজনেই সমাজের তথাকথিত ‘ট্যাবু’ ভাঙতে দ্বিধা করেন না। বরং তাঁদের কাছে এসবই খোলামেলা বন্ধুত্বের অঙ্গ।

আরও পড়ুনঃ প্রান্তিকের পাতা ফাঁদে পা দিল কথা! রক্ষাকর্তা হবে কী অগ্নি! তবে কী ফের বিবাদ হতে চলেছে প্রান্তিক-অগ্নির মধ্যে?

বর্তমানে দুইজনেই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। সুরঙ্গনা ডিটেকটিভ চালুলতা নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন, আর ঋদ্ধি মন দিয়েছেন অভিনয় এবং প্রযোজনার নানা পরিকল্পনায়। প্রসঙ্গত ১৫ এপ্রিল তাদের সম্পর্কের ১০ বছর পূর্তি হতে চলেছে। তবে সম্পর্কের দশ বছর পূর্তির এই সময়ে এসে তাঁরা প্রমাণ করছেন—বিশ্বাস, বন্ধুত্ব আর খোলামেলা মানসিকতা থাকলে, প্রেম কেবল রূপকথা হয় না, বাস্তবেও টিকে যায় অনেকটা পথ।

You cannot copy content of this page