“সংসার শুধু স্বামীর সঙ্গেই হয় না! আমার জীবনে আর প্রেমের জায়গা নেই, সন্তান, মা-বাবা এটাই আমার পরিবার”— বহুগামী কাঞ্চনকে আয়না দেখালেন অনিন্দিতা?

বাংলা ধারাবাহিকের এক সুপরিচিত নাম অভিনেত্রী ‘অনিন্দিতা দাস’ (Anindita Das)স্টার জলসার (Star Jalsha) ‘চুনি পান্না’-য় দিব্যজ্যোতি দত্তের মা, ‘রোজা’, ‘গৌরীদান’-এও অভিনয় করেছেন। তারপর বেশ কিছুদিন আর দেখা যায়নি। জি বাংলার ‘গৌরী এল’তে ফের মায়ের চরিত্র দিয়ে পর্দায় প্রত্যাবর্তন তার বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘আনন্দী’ ধারাবাহিকে মায়ের চরিত্রেই অভিনয় করছেন। সদা হাস্যময়ী এই মুখের পেছনে রয়েছে এক তিক্ত অতীত! অনেকেরই তা রয়েগেছে অজানা।

জানেন কি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও শ্রীময়ী চট্টরাজের আগে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) প্রথম স্ত্রী (First Wife) ছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য ছিল তাদের। ব্যক্তিগত জীবনে এই অনিন্দিতা দাস ঠিক কেমন? উত্তরবঙ্গে মাথাভাঙ্গার মেয়ে অনিন্দিতা, ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখর তিনি। রবীন্দ্রভারতীতে কলা বিভাগে কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ নিয়ে সংগীত চর্চায় রিসার্চও করেছেন। বর্তমানে ডক্টরেট উপাধি নিয়ে একটু বইও প্রকাশ করেছেন।

পড়াশোনার বাইরে অনিন্দিতার অভিনয়ের প্রতি চিরন্তন ভালোবাসা। রবীন্দ্রভারতীতে বরাবরই কাস্টিং এজেন্সিদের আনাগোনা। তরুণী অনিন্দিতাও একদিন এমনই কাস্টিং এজেন্সিতে চোখে পড়েন। এরপর থেকেই বারবার আসতে থাকে অভিনয়ের সুযোগ একদিকে পড়াশোনা অন্যদিকে মা বাবার আপত্তিকে সম্মান জানিয়ে কোনদিনওই সেইসব সুযোগে হ্যাঁ করা হয়নি তাঁর। মা বাবার কথা ছিল পড়াশুনা দিয়েই নিজের পরিচয় গড়ে তুলতে হবে। অভিনয় করলে সেখানে ছোট ছোট পোশাক এবং ঘনিষ্ঠ দৃশ্য করতে হবে।

তাতে তাঁরা কোনদিনই রাজি ছিলেন না। তবে পরিচালক শ্যামল মুখোপাধ্যায় হাত ধরে অভিনয় জগতে পদার্পণ। অভিনেত্রী এর পরেও নানান সুযোগ পেয়েছে, কিন্তু বিরতি নিয়ে পড়াশোনা শেষ করেছেন। তার মধ্যেই ঘটে গিয়েছে জীবনের সেই অন্ধকার অধ্যায়। বারবার সম্পর্ক ও বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও অতীতকে কাটিয়ে এখনো সম্পর্কে পড়তে রাজি নন তিনি, অন্যদিকে প্রাক্তন কাঞ্চন মল্লিক দুই দুইটি বিবাহ করে দুই সন্তানের বাবাও হয়ে গিয়েছেন।

আজও দর্শকমহলে এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে এত সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েও কেন কাঞ্চন এমন করলেন? বর্তমানে অভিনেত্রী কলকাতা একটি ফ্ল্যাটে নিজের মা বাবা ও ছোট্ট একটি পোষ্য বিড়ালকে (মাম্বো) নিয়ে সুখের জীবন যাপন করছেন। জীবনের সব ওঠা পড়া সামলে অভিনেত্রী এখন অভিনয়কেই জীবনের মূল লক্ষ্য গড়ে তুলেছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি এখন নিজের পড়াশোনা, অভিনয় সর্বোপরি মা বাবা ও সন্তানকে নিয়েই ব্যস্ত।

আরও পড়ুনঃ বাগদানের দু-মাস পর হতে না হতেই, জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গীকে হারালেন অন্যন্যা! কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী!

সেখানে প্রেম, ভালোবাসার কোনো জায়গা নেই বলেই জানান তিনি। অভিনেত্রী আরো বলেন সম্পর্ক নিয়ে তার অভিজ্ঞতা অনেক খারাপ তাই সেই সবে আর পড়তে চান না। তিনি বলেন সংসারে কি শুধু একজন স্বামী আর স্ত্রী থাকে? মা-বাবা ও সন্তানকে নিয়েও সংসার হয়। বর্তমানে অভিনয়ে ব্যস্ততা ও লেখালেখি নিয়ে যথেষ্ট ব্যস্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা বা সঙ্গী নির্বাচন আপাতত স্থগিত রেখেছেন। অভিনেত্রীর জীবন থেকে একথা স্পষ্ট, যে নারীর কাছে প্রথম সম্পর্ক ভোলা আজীবন কঠিন!