বাগদানের দু-মাস পর হতে না হতেই, জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গীকে হারালেন অন্যন্যা! কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী!

মাত্র ২১ বছর বয়সে জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘অনন্যা গুহ’ (Ananya Guha)। সম্প্রতি ইউটিউবার ‘সুকান্ত কুণ্ডু’ (Sukanta Kundu) র সঙ্গে বাগদান (Engagement) সম্পন্ন হয়েছে তাঁর। ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ দুই পরিবারের উপস্থিতিতে সারা দিনে দুই ধাপে বাঙালি রীতিতে এবং আধুনিক ফিউশন লুকে সম্পন্ন হয় তাঁদের আশীর্বাদ ও বাগদান অনুষ্ঠান। তাদের চোখ ধাঁধানো ফটোশুট, পারিবারিক বন্ধন এবং সমাজ মাধ্যমে তাক লাগানো উপস্থিতি ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে।

সম্প্রতি সোনা গিয়েছে সুকান্ত এবার অভিনয় জগতে পা রাখতে চলেছে। অনন্যা বর্তমানে ‘সঞ্জনা’ চরিত্রে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহীকে অভিনয় করছেন। কি খবরে অনন্যা ও সুকান্ত অনুরাগীরা বেজায় খুশি। অনন্যার পাশাপাশি সুকান্ত কেউ পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। অন্যন্যা-সুকান্তও আগামীর পথে একসাথে এগোতেই প্রস্তুত। তবে ব্যক্তিগত জীবনের এই আনন্দময় মুহূর্তের মধ্যেই এক গভীর আবেগঘন মুহূর্তে চোখের জল ফেললেন অনন্যা।

২৫শে এপ্রিল! অভিনয় জীবনের দীর্ঘ পথ পেরিয়ে, জীবনের প্রথম গাড়ি কেনার তারিখটা ছিল ঠিক এই দিনেই। নিশান কোম্পানির লাল রঙের সেই বিলাসবহুল গাড়িটি ছিল তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। অভিনয়ের টাকায় নিজের স্বপ্নপূরণের মুহূর্ত ছিল সেটি। আর আজ সেই গাড়িকেই বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। অনন্যা জানালেন, এই গাড়িটি শুধুই একটি বাহন নয়, বরং তাঁর পরিবারের এক সদস্য।

শুটিং শেষে রোজ রাতে গাড়িতে বসে গান শুনতে শুনতে বাড়ি ফেরা, কিংবা সুকান্তর সঙ্গে লং ড্রাইভে যাওয়া—সবকিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে সেই গাড়িটির হাজারো স্মৃতি। কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, সারিয়ে আবার তাকে সঙ্গী করেছিলেন তিনি। তাই হঠাৎ গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত যেন অনেকটাই আবেগপ্রবণ। যে পোশাক পরে তিনি গাড়িটি কিনতে গিয়েছিলেন, সেই একই পোশাকে এ দিন গাড়িটিকে বিদায় জানান অনন্যা।

আরও পড়ুনঃ ‘দুই শালিক’ থেকে হঠাৎ গায়েব ‘গৌরব’! সায়ন-নন্দিনীর ব্যাক্তিগত ঝামেলাই হলো কাল! ধারাবাহিক ছেড়েছেন নায়ক? প্রশ্ন নেট পাড়ার

চোখের কোণে জল, মুখে অস্পষ্ট হাসি—সব মিলিয়ে যেন বিদায়ের আবেগে ডুবে ছিলেন অভিনেত্রী। এখন প্রশ্ন উঠছে, তবে কি অনন্যা নতুন কোনও গাড়ি কেনার পরিকল্পনা করছেন? নাকি এই বিদায় শুধুই পরিস্থিতির চাপে নেওয়া সিদ্ধান্ত? উত্তর ভবিষ্যতের গর্ভে, আপাতত অনন্যার এই আবেগঘন মুহূর্তে তাঁর পাশে রয়েছে হাজারো অনুরাগী। ভবিষ্যতে অনন্যা আরো উন্নতি করুক আর সবচেয়ে দামী গাড়ি হোক তার, আমাদের শুভকামনা!