টিভির পর্দায় রাজনীতিক ও অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন উঠে আসছে আবারও আলোচনায়। কাঞ্চন-শ্রীময়ী জুটিকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। বর্তমানে রাজনীতিক ও অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে চর্চার শেষ নেই। তাঁদের সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেম, সেই দাম্পত্য এবার কি আসতে চলেছে টেলিভিশনের পর্দায়? এমনটাই জল্পনা উঠেছে একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন গেম শো ঘিরে।
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক একসময় ছিল রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দু। কারণ, শ্রীময়ীর আগে কাঞ্চনের ছিল দু’দু’টি বৈবাহিক সম্পর্ক। বিশেষ করে তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলহ জনসমক্ষে এসেছিল। তবে অতীত ভুলে এখন শ্রীময়ী ও তাঁর কন্যাসন্তানকে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন কাঞ্চন। বয়সের বিস্তর পার্থক্য সত্ত্বেও তাঁদের প্রেম, বন্ধুত্ব ও বোঝাপড়ার দৃষ্টান্ত এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।
সম্প্রতি খবর ছড়িয়েছে, বাংলা টেলিভিশনের একটি গেম শোয়ে দম্পতি হিসেবে অংশ নিতে পারেন কাঞ্চন ও শ্রীময়ী। যেখানে ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, ঝগড়া, মান-অভিমান—সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা হবে। এই শো’তে থাকবেন আরও কয়েকটি জনপ্রিয় তারকা জুটি। গেম ও কথোপকথনের মিশেলে জমে উঠবে এই অনুষ্ঠান, এমনটাই আশা করা হচ্ছে।
এ নিয়ে কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া, “এই মুহূর্তে গেম শো নিয়ে আমি কিছু জানি না। তবে যদি কোনও ভাল প্রস্তাব আসে, নিশ্চয় ভাবব।” একইরকম মত দিয়েছেন স্ত্রী শ্রীময়ীও। তাঁদের বক্তব্য, যদি দাম্পত্য জীবনের দিক তুলে ধরার সুযোগ থাকে, এবং তা যদি ইতিবাচক বার্তা দেয়, তাহলে অংশগ্রহণে আগ্রহী হবেন।
আরও পড়ুনঃ “অভিনয়ে ফিরলেও টেলিভিশনে নয়!” “টেলিভিশনে না আছে ভালো কাজ, না সম্মান!”— ছোটপর্দা থেক সরে দাঁড়ালেন দেবযানী চ্যাটার্জি! নে’গেটিভ রোলেও ছিল সাড়া জাগানো অভিনয়, তবু কেন টেলিভিশন ছাড়লেন দেবযানী চ্যাটার্জি?
এদিকে পেশাগত দিকেও ব্যস্ত কাঞ্চন মল্লিক। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং। পাশাপাশি দেব অভিনীত ‘প্রজাপতি ২’ ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। লন্ডনে শুটিং শেষ, এখন বাকি রয়েছে কলকাতার কিছু অংশ। তারই ফাঁকে উত্তরপাড়ার বিধায়ক হিসেবেও জনগণের পাশে থাকতে ভুলছেন না অভিনেতা।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।