শনিবার গভীর রাতে যেন সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। পাঁচতারা হোটেলের ঘর থেকে শেয়ার করা তাঁদের তিনটি অন্তরঙ্গ ছবি দেখে একপ্রকার তোলপাড় নেটপাড়া। বিছানায় পাশাপাশি শুয়ে থাকা থেকে আয়নার সামনে ঠোঁট ঠাসা চুমুর প্রতিচ্ছবি—প্রতিটি ফ্রেমে যেন ছড়িয়ে পড়েছে তাঁদের অকপট রোম্যান্স। আর সেই রোম্যান্স দেখেই কেউ মুগ্ধ, কেউ আবার চোখ পাকিয়ে কটাক্ষে ব্যস্ত।
ছবিগুলোয় দেখা যাচ্ছে, দু’জনেই সাদা রোব পরে আরাম করে বিছানায় হেলান দিয়ে আছেন। এরপরের ছবিতে আয়নায় ধরা পড়েছে তাঁদের চুম্বনের দৃশ্য, পেছনে ঝলমলে কলকাতার স্কাইলাইন। শেষ ছবিতে আবার বিছানায় পাশাপাশি শুয়ে একে-অপরের চোখে চোখ রেখে মিষ্টি মুহূর্ত কাটাচ্ছেন তাঁরা। এমন খোলামেলা প্রেমের প্রকাশে স্বাভাবিকভাবেই মন খুলে মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ মজা করে লিখেছেন, “এটা কি দ্বিতীয় হানিমুন, না দ্বিতীয় ফুলশয্যা?” আবার কেউ সমালোচনায় বলছেন, “এ সব ছবি পোস্ট করার প্রয়োজনটাই বা কী?”
সমালোচনা-প্রশংসা—দুটোরই মুখোমুখি হওয়া কাঞ্চন-শ্রীময়ীর কাছে অবশ্য এগুলো নতুন কিছু নয়। ২০২৪ সালের ৬ মার্চ তৃতীয়বার বিয়ে করেন কাঞ্চন, তখন বয়স ৫৩। শ্রীময়ীর বয়স ২৭। বয়সের পার্থক্য নিয়ে সামাজিক মাধ্যমে কম কটাক্ষ হয়নি। কিন্তু দম্পতি বহুবার প্রমাণ করেছেন, বয়স নয়, ভালোবাসাই আসল। একই বছরের নভেম্বরেই তাঁদের জীবনে আসে সন্তান কৃষভি, এবং সেই থেকেই সুখের সংসারে আরও রঙ যোগ হয়েছে।
View this post on Instagram
তবে তৃতীয় বিয়ের পর কাঞ্চনের জীবনে এসেছে কিছু তিক্ততাও। ছেলে ওশের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, যার দায়িত্ব রয়েছে প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছে। খোরপোশ থেকে অভিভাবকত্ব—সবটাই পিঙ্কির হাতে। কাঞ্চনের দাবি, তিনি কখনও মা-ছেলেকে আলাদা করতে চাননি।
আরও পড়ুনঃ রেজিস্ট্রি সেরে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে স্টার জলসার ‘রানী ভবানী’র নায়ক সায়ন বসু! দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত— কিন্তু কে সেই পাত্রী? কত বছরের সম্পর্কের পর জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা?
তবে এসবের মাঝেও স্পষ্ট, শ্রীময়ী আর কৃষভিকে নিয়ে এখন নিজের মতো করেই সুখে আছেন কাঞ্চন। আর সেই সুখেরই টইটম্বুর ঝলক মিলেছে পাঁচতারা হোটেলের ওই ভাইরাল ছবিগুলোতে। নেটপাড়া যতই ফিসফাস করুক, তাঁদের দম্পতি যেন বলেই দিচ্ছেন—নিজস্ব সুখ নিজেদের মতো করে উপভোগ করাই আসল!






