“শুভশ্রী ইন্টেন্সলি ইন্টেলিজেন্ট একজন অভিনেত্রী!” “দুই সন্তানকে কোলে নিয়ে মাথা উঁচু করে এগিয়ে চলেছে, ওর মতো কেউ নেই!”— শুভশ্রীকে নিয়ে আবেগঘন মন্তব্য কৌশিক গঙ্গোপাধ্যায়ের! শুভশ্রী আর অন্যদের মধ্যে কোন পার্থক্য তুলে ধরলেন তিনি?

চলতি মাসের চতুর্থ দিন, বাংলা বিনোদনের ইতিহাসে এক স্মরণীয় দিন বললেও ভুল হবে না। সেদিন ছিল দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর দেব-শুভশ্রীর (Dev-Shubhashree) পাশাপাশি দাঁড়ানোর দিন। ‘ধুমকেতু’র (Dhumketu) ট্রেলার লঞ্চের মঞ্চে টলিউডের সেই জনপ্রিয় জুটিকে অতীত, বর্তমান ভুলে একে অপরের সঙ্গে একাত্ম হতে চাক্ষুষ করল হাজারো ভক্তরা। এদিন ছিল আরেকটি বিশেষ দিন, ধুমকেতু ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ৫৭ তম জন্মদিন।

উল্লেখ্য, ২০১৫ সালে ধুমকেতু ছবিটি সম্পূর্ণ তৈরি হয়েও নানান জটিলতার কারণে মুক্তির আলো দেখেনি। ভক্তদের অবিরাম প্রত্যাশা এবং দেবের চেষ্টায় ১০ বছর পর সেই ছবি মুক্তি পেতে চলেছে ১৪ই আগস্ট। এদিন ট্রেলার লঞ্চের মঞ্চে কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, “৪৭ বছর বয়সে ছবিটা তৈরি করেছিলাম, আজ ৫৭ বছরে সত্যি আলাদা উত্তেজনা হচ্ছে।” এদিন তিনি সবাইকে আশা দিয়েছিলেন যে ‘দেশু’ জুটিকে আবার ফিরিয়ে আনবেন।

অনুষ্ঠানের পরে এক সাক্ষৎকারে কৌশিক গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হয়, ‘ধুমকেতু’র শুভশ্রী আর আজকের শুভশ্রীর মধ্যে কি কোনও পার্থক্য আছে? পরিচালকের কথায়, “শুভশ্রী ইন্টেন্সলি ইন্টেলিজেন্ট একজন অভিনেত্রী। শুভশ্রী ভালো করেই জানে, বা পায়ে কতটা জোর দিতে হবে আর ডান পায়ে কতটা। এই রকম ভারসাম্য ওর সমসাময়িক কয়েকজন মাত্র পারে। শুভশ্রী নিজের রাস্তাটা এমনভাবে তৈরি করে নিয়েছে যেটা ভাবা যায় না।

সেটা সমান্তরাল ছবি হোক, আর্ট ফিল্ম হোক বা কমার্শিয়াল সিনেমা— সবার অজান্তে নিজেকে পোস্ট কোভিড অপরিহার্য করে তুলেছে শুভশ্রী।” তিনি আরও যোগ করলেন, “শুভশ্রী আজকের জায়গায় পৌঁছেছে শুধুমাত্র ওর নিষ্ঠার জন্য। ‘ধুমকেতু’ সেটে শুভশ্রী একরকম, আবার যখন ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘গৃহপ্রবেশ’ ছবিতে অভিনয় করছে, তখন সেই শুভশ্রী পুরোপুরি শাবানা আজমির প্রতিচ্ছবি হয়ে ওঠে।

আরও পড়ুনঃ এত অপমান-প্রমাণ, তবুও ‘চিরসখা’য় চন্দ্রের মুখে এক ফোঁটা অনুশোচনা নেই! বুবলাই আর চন্দ্রের মা যেন একই সঙ্গে সত্যের শত্রু! সমাজে কি আজও আছে চন্দ্রের মতো মোটা চামড়ার মানুষ? চন্দ্রের নির্লিপ্ততায় ক্ষোভে দর্শক!

শুভশ্রী বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে যে ওর নাকি কোনও আকার নেই, আমি সত্যিই বিশ্বাস করি এটা! শুভশ্রী ঠিক জলের মতো, যে পাত্রে রাখবে তেমন রুপ ধারণ করবে। এটা শুধু মুখের কথা নয়, শুভশ্রী ঠান্ডা মাথায় সবটা ভাবতে পারে। শুভশ্রীর মোটা হতেও সমস্যা নেই, রোগা হতেও সমস্যা নেই। আমি খুব শ্রদ্ধা জানাই একজন নারী পরিপূর্ণতাকে, দুই সন্তানকে কোলে নিয়ে মাথা উঁচু করে এগিয়ে চলেছে প্রথমসারির অভিনেত্রী হয়ে।”