‘বাড়াবাড়ি হয়ে গেল না?’, অবিকল লতা মঙ্গেশকরের কন্ঠে বাসর রাতে গান গেয়ে নেটিজেনদের ট্রোলের মুখে খুকুমণি!
বর্তমান জগতে বিনোদনের রসদ বলতে বাঙালি বোঝে টিভি সিরিয়াল।চলতি পরিস্থিতিতে বাঙালি বাইরে বার হওয়ার থেকে ঘরে বসে টিভি থেকেই বিনোদন খুঁজতে ভালোবাসে। এই কারণেই সিরিয়ালগুলো হয়ে উঠেছে আমাদের জীবনের অপরিহার্য সঙ্গী।
বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো খুকুমণি হোম ডেলিভারি।শুরু হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই এই সিরিয়াল নিয়ে যেমন ট্রোলিং শুরু হয় সেইরকম সিরিয়ালটি টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে চলে আসে।তবে বর্তমানের সিরিয়ালের টিআরপি একটু কমেছে এর গাঁজাখুরি স্ক্রিপ্ট এর জন্য।তবে স্টার জলসার পক্ষ থেকে এবার সিরিয়ালের যে প্রোমো বার করা হলো যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা।
সমস্ত কিছু পরাস্ত করে খুকুমণি এবং বিহানের বিয়ে হয়েছে আবার।আর বাসর রাতে এবার খুকুমণি কে গান গাইতে দেখা গেল আর বিহান তার সঙ্গে বেহালা বাজাল। খুকুমণি লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান এক পেয়ার কা নাগমা হে গানটি বিহানের সঙ্গে তাল মিলিয়ে গাইল বাসর রাতে।
আর এরপরই শুরু হলো ট্রোলিং।নেটিজেনরা বলতে শুরু করলেন যে লতা মঙ্গেশকরের কন্ঠে হুবহু খুকুমণির গলায় দেওয়া হল। বাড়াবাড়ি হয়ে গেল না? অনেকে আবার বলছেন যে এর থেকে তো টাইটানিকের গানটায় বসিয়ে দিতে পারতেন। প্রবাদপ্রতিম শিল্পীর গান নিয়ে এভাবে ছেলেখেলা নেটিজেনরা একটুও পছন্দ করেননি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।