সকলের মন জিতে নিতে আসছে স্টার জলসার গুড্ডি! সিরিয়ালের প্রধান নায়িকাকে বাস্তবে চেনেন?

স্টার জলসা চ্যানেলে দ্রুত শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক গুড্ডি। এর একটি প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রোমোতে দর্শকদের চেনা-অচেনা তারকাদের ভিড়। প্রতিদিন সন্ধ্যা ৬.০০টার সময় আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক যশ এবং নায়িকা গুড্ডি সেটা প্রোমো দেখে বুঝতে পারবেন দর্শকরা। তবে বাস্তব জীবনে এরা কারা?

ধারাবাহিকের নায়িকা গুড্ডি পাহাড়ি মেয়ে। সে দেশকে ভালোবাসে। গুড্ডির বিপরীতে অভিনয় করেছেন এক পাহাড়ি পুলিশ অফিসার যশ। গুড্ডি তাকে আদর্শ বলে মানে এবং তার মত ভবিষ্যতে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে। পরবর্তী সময়ে তাদের দুজনের পথ মিলেমিশে এক হয়ে যাবে। গুড্ডি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। .

নৃত্যশিল্পী হয়ে ওঠার ইচ্ছে থেকে পরবর্তীকালে অভিনয় জগতে চলে আসেন তিনি। ২০১৭ সালে ‘চোখের বালি’ ধারাবাহিকে অভিনয় করে হাতে খড়ি হয়। এরপর অভিনেত্রী পটল কুমার গানওয়ালা, দাসী, করুণাময়ী রানী রাসমণি, বাজলো তোমার আলোর বেণু এবং সবশেষে ধ্রুবতারা ধারাবাহিকে দেখা যায় তাঁর প্রতিভা। ২০ বছর বয়সী অভিনেত্রী নিজেকে সিঙ্গেল বলেন। তবে স্টুডিও পাড়ায় গুঞ্জন রটেছে যে ধ্রুবতারা ধারাবাহিকের সহ-অভিনেতা ইন্দ্রজিৎ বোসের সঙ্গে নাকি ‌লুকিয়ে প্রেম করছেন গুড্ডি।

শ্যামৌপ্তির বিপরীতে নায়কের ভূমিকায় রয়েছেন টলিউডের অন্যতম পরিচিত অভিনেতা রণজয় বিষ্ণু। ইটিভি বাংলার সাঁঝবেলা ধারাবাহিকে তাঁর প্রথম অভিনয়। এরপর রোশনি, দুই ভুবনের পারে ধারাবাহিকে অভিনয় করেছিলেন রণজয়। দীর্ঘদিনের জন্য ব্রেক নিয়ে নতুন ধারাবাহিকের হাত ধরে তিনি ফিরছেন বাংলা টেলিভিশনে।

You cannot copy content of this page