জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা পরিবার হতে পারল মোদক পরিবার?সিড-মিঠাই কি পারল সেরা জুটি হতে?খবর জানলে খুশি হবেন আপনিও

এতদিনের অপেক্ষার অবসান ঘটল।অবশেষে হইহই করে অনুষ্ঠিত হয়ে গেল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশন। আর একদম জানা কথা যে এই অ্যাওয়ার্ড ফানশানে তারা সেরা পরিবার এর খেতাব পেতে চলেছিল।আপনারা একদম সঠিক আন্দাজ করেছেন, আমাদের সকলের প্রিয় মোদক পরিবারই জি বাংলার সেরা পরিবার হয়েছে।

একটানা 42 সপ্তাহ মিঠাই টিআরপি রেটিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল তাই 2022 সালের জি বাংলার সোনার সংসার পরিবার অ্যাওয়ার্ড এর অধিকাংশ পুরস্কার ঝুলিতে যাবে একথা তো আন্দাজ করাই যাচ্ছিল। টেলিপাড়া সূত্রের খবর সেরা জুটি হয়েছেন সিদ্ধার্থ এবং মিঠাই। এমনকি সেরা ধারাবাহিকের পুরস্কারও পেয়েছে মিঠাই।এমনকি নিপাকেও পুরস্কার পেতে দেখা গেছে মদন মিত্রের হাত থেকে।

রেড কার্পেটে একদম লাল পরী হয়ে ধরা দিয়েছিলেন সৌমিতৃষা। লাল রংটা আমাদের সৌমিকে বড্ড মানায়। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন নীল রঙের প্যান্ট স্যুট। এদিনের অনুষ্ঠানে আবির অঙ্কুশ মদন মিত্র সহ একাধিক তারকা উপস্থিত ছিলেন।

এবার এক নজরে দেখে নিন কে কে কী পুরস্কার পেয়েছেন:

সেরা বউমা- যমুনা (যমুনা ঢাকি)

সেরা দেওর- সোম (মিঠাই)

সেরা বাবা ও মা- পারোমিতা-অপূর্ব (কড়ি খেলা)

প্রিয় বউ- অপু ( অপরাজিতা অপু)

প্রিয় বর- দীপু ও সংগীত (অপরাজিতা অপু ও যমুনা ঢাকি)

সেরা নায়ক- সিদ্ধার্থ (মিঠাই)

সেরা নায়িকা- সৌমিতৃষা (মিঠাই)

সেরা ধারাবাহিক- মিঠাই

এখনো পর্যন্ত জানা যায় নি, এই সোনার সংসার অ্যাওয়ার্ড কবে অনুষ্ঠিত হবে তবে আশা করা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই জি বাংলায় দেখা যেতে চলেছে এই সোনার সংসার অ্যাওয়ার্ড।

Award

You cannot copy content of this page