টলিউডে সম্পর্কের সমীকরণ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক দিনগুলিতে দেব ও শুভশ্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে যে ঝড় উঠেছে, তা যেন সোশ্যাল মিডিয়াকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ভক্তরা থেকে শুরু করে সাধারণ নেটিজেন সকলে এই প্রসঙ্গ নিয়ে নিজেদের মতামত দিচ্ছেন। আর এই উত্তাল পরিস্থিতির মাঝেই এগিয়ে এলেন টলি কুইন কোয়েল মল্লিক, জানালেন নিজের বক্তব্য।
একটি সাক্ষাৎকারে দেব মন্তব্য করেন, ‘দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন।’ এতটুকুই যথেষ্ট ছিল ভক্তদের রাগ বাড়িয়ে তোলার জন্য। শুভশ্রীর অনুরাগীরা সরাসরি দেবকে নিশানা করে তীব্র সমালোচনায় মুখর হন। তাঁদের অভিযোগ, একজন নারী মা হওয়ার পরেও কেরিয়ারে সক্রিয় থাকলে সেটা গর্বের, কিন্তু দেবের মন্তব্যে তাঁকে ছোট করার চেষ্টা করা হয়েছে। এই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন। কেউ সরাসরি দেবকে ক্ষমা চাইতে বলেন, কেউ আবার শুভশ্রীর প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করতে থাকেন। সোশ্যাল প্ল্যাটফর্মে যেন ক্ষোভের ঢেউ বয়ে যায়। ধীরে ধীরে বিষয়টি শুধু ব্যক্তিগত তর্কে আটকে না থেকে টলিউডের আলোচনার কেন্দ্রে চলে আসে। এমন অবস্থাতেই সকলের নজর ঘুরে যায় কোয়েল মল্লিকের দিকে।
দেব-শুভশ্রীর দীর্ঘদিনের সহঅভিনেত্রী কোয়েল সরাসরি নিজের মতামত জানিয়ে বলেন, ‘তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমার উপদেশ, দু’জন একসাথে মিলে এই সমস্যার সমাধান করে নাও। যত খারাপই লাগুক, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। সম্পর্কের সম্মান যেন কোনোভাবে নষ্ট না হয়।’ তাঁর এই কথায় ভক্তরা স্বস্তি পান।
আরও পড়ুনঃ কমলিনীর পুরস্কার জেতার আনন্দ ছাপিয়ে গেল মিঠির অপমান! মিঠির কথায় ক্ষতবিক্ষত স্বতন্ত্র, মায়ের সাফল্যকেও ভুল বোঝালো সে! আর অপমান সহ্য করতে না পারে, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল স্বতন্ত্র!
কোয়েলের শান্তির বার্তায় নেটিজেনরা একমত হন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন যে, দেব ও শুভশ্রীর দীর্ঘ বন্ধুত্ব এবং কাজের সম্পর্ক যেন এই ভুল বোঝাবুঝির কারণে ক্ষতিগ্রস্ত না হয়। তাঁরা কোয়েলের মতোই চান, এই অশান্তির ইতি টানুক দুই তারকা।