টলিউড কুইন হয়েও টলিউড নিয়ে বিরাট অভিযোগ, আক্ষেপ কোয়েল মল্লিকের! এত বছরের প্রতিষ্ঠিত কেরিয়ার, দীর্ঘ সময় ধরে টলিউডে শীর্ষে থাকা সত্ত্বেও কোয়েলের মনে কোন আক্ষেপ রয়ে গেছে? তবে কি এবার পাকাপাকি ছাড়ছেন অভিনয়?

তিনি টলিউডের এমন একজন অভিনেত্রী জনপ্রিয়তা ছুঁতে পারলেও, কিন্তু বিতর্ক কখনো স্পর্শ করতে পারেনি! বাবা রঞ্জিত মল্লিকের কন্যা হওয়া সত্ত্বেও, অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick) কখনও অহংকারী হওয়া বা নিজের অবস্থান নিয়ে বড় হওয়া তার চরিত্রের অংশ নয়। বরঞ্চ তিনি সবসময় মাটির কাছাকাছি থেকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। অভিনয় জগতে তাঁর ভিন্নধর্মী উপস্থিতি কমার্শিয়াল ছবির সীমা পেরিয়ে গেছে বহুদিন আগেই।

সম্প্রতি ভাইফোঁটা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘স্বার্থপর’ ছবিতে ভাই-বোনের জটিল সম্পত্তি সম্পর্কের গল্প তুলে ধরেছেন কোয়েল। যেখানে শুধুই বিনোদন নয়, সমাজের প্রাসঙ্গিক বার্তা ও পাঠও রয়েছে। এই ছবিটি তাঁর কাছে বিশেষ, কারণ ১৬ বছরের পর তিনি বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিনে একসাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এছাড়া, এই ধরনের গল্প নিয়ে বাংলা চলচ্চিত্রে আগে এমন পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তবু এত বছরের সাফল্য এবং টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও কোয়েলের মনে এক গভীর আক্ষেপ।

অভিযোগ রয়ে গেছে টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়েই! এদিন কোয়েল অকপটে বললেন, “আমরা একটা অভিযোগ আছে যে, যেটা বম্বের ইন্ডাস্ট্রিতে হয় না সেটা কলকাতার ইন্ডাস্ট্রিতে কেন হয়? বম্বের ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক ছবির অভিনেতাদের নিয়ে অন্য ধরনের ছবিও করা হচ্ছে। উদাহরণস্বরূপ আলিয়া ভাটের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ আর পরবর্তীতে ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘হাইওয়ে’কে ধরা যেতেই পারে। উল্টোটাও কিন্তু সমানভাবে হচ্ছে, রাধিকা আপ্টের মতো অভিনেত্রীরা যেমন অন্য ধরনের ছবি বেশি করেন।

আবার বাণিজ্যিক ছবিতেও তাঁরা সমান জনপ্রিয়। বোম্বেতে অভিনেতাদের এক ধরনের ছবিতেই টাইপ কাস্ট করে রাখা হয় না, বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা হয়। ওরা যখন এমন ভাবে ভাবতে পারে, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন এমন হবে যে– যাঁরা বাণিজ্যিক ছবি করছে তাদের আজীবন সেটাই করতে হবে, অন্যটা করতে পারবে না? যে যেখানে শুরু করেছে তাকে সেখানেই কেন আটকে থাকতে হবে? নিঃসন্দেহে কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিজ শিরদাঁড়া, অধিকাংশ অর্থ বিনিয়োগ সেখান থেকেই আসে।

আরও পড়ুনঃ ‘এই পোশাকে পুজো করা অসম্মানজনক!’ ‘অতিরিক্ত আধুনিকতা দেখাচ্ছেন, নারীর স্বাধীনতা মানে কী এসব!’— কালীপুজোর সরু ব্লাউজ়ের ছবি ঘিরে নেটপাড়ায় ঝড়, নেটিজেনদের কটাক্ষের কী জবাব দিলেন সোমাশ্রী?

কিন্তু এর বাইরে ও যারা অন্যান্য ছবিতে অভিনয় করতে চায় তাদের সেই সুযোগটা দেওয়া হচ্ছে না কেন?” এক কথায়, কোয়েল মল্লিকের টলিউডে অবস্থান এবং দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা স্বীকৃত। কিন্তু তবুও তাঁর সবচেয়ে বড় আক্ষেপ রয়ে গেছে সেই সুযোগের অভাব, যা তাকে নতুন ধরনের অভিনয়ের পথে এগোতে সীমিত করেছে। অভিনেত্রীর এই স্বীকারোক্তি আমাদের আবার ভাবতে বাধ্য করল, অধিকাংশ সময় প্রতিভা থাকলেও শিল্পের কাঠামো কতটা প্রভাবিত করতে পারে একজন শিল্পীর সৃজনশীলতাকে!