ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল তাঁর অভিনয়ের সফর। সময়ের সঙ্গে সঙ্গে সেই পথই তাঁকে নিয়ে গেছে বড় পর্দা আর ওটিটি-র দুনিয়ায়। টেলিভিশনে কাজ শুরুর পর খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেন তিনি। স্টার জলসার শুরুর সময়েই একটি মাইলস্টোন ধারাবাহিক ‘দুর্গা’-র (Durga) মুখ্য চরিত্রে অভিনয় করে এক লহমায় মানুষের ঘরের মেয়ে হয়ে ওঠেন ‘সন্দীপ্তা সেন’ (Sandipta Sen)।
ধারাবাহিকের গণ্ডি ছাড়িয়ে নিজের প্রতিভায় তিনি ছাপ ফেলেন ওয়েব সিরিজ এবং সিনেমাতেও। দর্শকদের আবেগের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে জানেন এই অভিনেত্রী। চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার মানসিকতা, লড়াই আর আবেগকে পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। তাই হয়তো ছোট পর্দায় ‘দুর্গা’-র মতো চরিত্র হোক বা পরবর্তী সময়ে ওটিটি-তে অভিনীত নানা জটিল চরিত্র— প্রতিটিতেই তিনি নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন।
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিনোদন দুনিয়ায় নিরন্তর কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবনের বাইরেও সমাজের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের বক্তব্য তুলে ধরেন সন্দীপ্তা। অভিনেত্রীকে জানতে চাওয়া হয়, টলিউডে কি কখনও কি তিনি পুরুষতন্ত্রের শিকার হয়েছেন? সন্দীপ্তা জানান, কাজের জায়গায় অনেক সময়েই মেয়েরা যখন স্পষ্ট মত দেয়, তখন তা অনেকেরই পছন্দ হয় না।
তাঁর কথায়, টলিউড হোক বা অন্য কোনো ক্ষেত্র, মেয়েরা যখন প্রতিবাদ করে বা প্রত্যুত্তর দেয়, তখনই নানা সমালোচনা শুরু হয়। অভিনেত্রী স্পষ্ট জানান, ছোটবেলা থেকেই তাঁর পরিবার তাঁকে নিজের জায়গায় দাঁড়িয়ে উত্তর দিতে শিখিয়েছে। তিনি কখনওই মুখ বুঁজে অন্যায় সহ্য করেন না। বরং যেটা মনে করেন ঠিক, সেটাই স্পষ্টভাবে বলেন। সন্দীপ্তা মনে করেন, প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা থাকাটা একজন মেয়ের জন্য অত্যন্ত জরুরি।
আরও পড়ুনঃ “ভালো অভিনেত্রী হয়তো, কিন্তু ভালো স্ত্রী না!” “ভালোবাসা থাকলেও সব সম্পর্ক টেকে না!”— তিনবার বিয়ে নিয়ে অকপট সুদীপা বসু! এক জীবনে তিন তিনবার বিয়ে-বিচ্ছেদ, অভিনয় ছেড়েও ছিল না শান্তি! একাধিক ভাঙনের পর নিজের মতো বাঁচছেন অভিনেত্রী!
শুধু অভিনয়েই নয়, বাস্তব জীবনেও তিনি সেই শিক্ষাই কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন নিজের পথে। তিনি বলেন, “আমার এই স্বভাব যদি কারোর চোখে খারাপ হয়ে, তাহলেও কিছু করার নেই আমার। কিন্তু উত্তর আমি দেবো, মিষ্টি করে উত্তর দিতে আমি জানি! বাঁকা কথার জবাব না দিলে শরীরে অস্বস্তি বোধ হয়।” নিজের অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং এই স্পষ্টভাষী চরিত্রের জোরে তিনি হয়ে উঠেছেন বাংলা বিনোদন জগতের এক উজ্জ্বল মুখ।