“ভালো অভিনেত্রী হয়তো, কিন্তু ভালো স্ত্রী না!” “ভালোবাসা থাকলেও সব সম্পর্ক টেকে না!”— তিনবার বিয়ে নিয়ে অকপট সুদীপা বসু! এক জীবনে তিন তিনবার বিয়ে-বিচ্ছেদ, অভিনয় ছেড়েও ছিল না শান্তি! একাধিক ভাঙনের পর নিজের মতো বাঁচছেন অভিনেত্রী!
টলিউডের এক পরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেত্রী ‘সুদীপা বসু’ (Sudipa Basu)। দীর্ঘ অভিনয়জীবনে তিনি কাজ করেছেন সিনেমা, ধারাবাহিক এবং ওয়েব সিরিজে— প্রতিটি মাধ্যমে নিজের ছাপ রেখে গেছেন তিনি। দীর্ঘ পথ চলায় নানা রকম অভিজ্ঞতা, সাফল্য, ব্যর্থতা— সবটাই এসেছে জীবনের সঙ্গে তাল মিলিয়ে। বর্তমানে কাজের পাশাপাশি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন এই শক্তিশালী অভিনেত্রী।
তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে অকপটে মুখ খুললেন সুদীপা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম তিনি জীবনের নানান অজানা তথ্য তুলে ধরলেন সামনে। এক নয়, বরং জীবনে তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। প্রথমবার তাঁর সহ-শিল্পী শৈবাল বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অল্প দিনের আলাপ থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, যা শেষ পর্যন্ত টেকেনি।
এরপর দ্বিতীয়বার অভিনেতা চন্দন সেনকে বিয়ে করেন সুদীপা। দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল ঠিকই, তবে দাম্পত্য সম্পর্ক হিসেবে সে বন্ধন বেশিদিন স্থায়ী হয়নি। তৃতীয়বার ভালোবেসে আবারও বিয়ের সিদ্ধান্ত নেন সুদীপা, তখন এক বিশেষ শর্ত জুড়ে দেয় তাঁর হবু স্বামী। তিনি সাফ জানান, বিয়ের পর অভিনেত্রীকে অভিনয় থেকে সরে আসতে হবে। তখন সুদীপা একসঙ্গে আটটি মেগার কাজের প্রস্তাব ফিরিয়ে দেন!
এমনকি পেশা ছেড়ে অভিনয় জগত থেকে একপ্রকার বিদায় নেন। শুধু তাই নয়, অভিনয় জগৎকে পিছনে ফেলে কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে চলে যান তিনি। সেখানেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন। বহুদিন আলোর রোশনি থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী, কিন্তু শেষ রক্ষা সেখানেও হয়নি। টেকেনি সেই সম্পর্কও, এখন তিনি একা। জীবনের সেই অধ্যায়ও শেষ হয়েছে অনেক আগেই।
বর্তমানে সেই সম্পর্কও অতীত তাঁর জীবনে। অতীতের স্মৃতি সঙ্গে নিয়েই এখন নিজের মতো করে জীবনযাপন করছেন সুদীপা। ব্যক্তিগত ঝড়ঝঞ্ঝার ভেতর দিয়েও তিনি হার মানেননি। নিজের পথ নিজেই খুঁজে নিয়েছেন এবং জীবনকে দেখছেন নতুনভাবে। অভিনয়েও ফিরেছে এখন, বিয়ের ব্যর্থতাগুলিকে আর মন দেন না তিনি— বরং আজকের দিনটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।