‘কনীনিকা বন্দ্যোপাধ্যায়’ (Konnenica Banerjee) হলেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষ অভিনয় ও নিখুঁত চরিত্রচিত্রণের মাধ্যমে দর্শকদের মন জয় করে এসেছেন। টেলিভিশন ও বড় পর্দা—দুই মাধ্যমেই সমান পারদর্শিতা দেখিয়েছেন কনীনিকা। বিশেষ করে ধারাবাহিকে তাঁর অভিনয় তাঁকে ঘরের মেয়ে করে তুলেছে দর্শকদের কাছে।
কনীনিকা টেলিভিশনের পাশাপাশি সিনেমাতেও বেশ জনপ্রিয় মুখ। ‘মুখার্জী দার বউ’, ‘হামি’র, মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি সাধারণত সংবেদনশীল ও বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করে থাকেন, যা সহজেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। তাঁর অভিনয়ের সহজাত দক্ষতা তাঁকে ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী অভিনেত্রীদের কাতারে নিয়ে গিয়েছে।
বর্তমানে কনীনিকা ব্যানার্জি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। তাঁর অনবদ্য অভিনয় শৈলী ও ব্যক্তিত্ব তাঁকে বাংলা বিনোদন জগতে শক্ত অবস্থানে রেখেছে। ব্যক্তিগত জীবনেও তিনি যথেষ্ট দৃঢ়চেতা ও স্বাধীনচেতা, যা তাঁর চরিত্রের মধ্যেও প্রতিফলিত হয়। নারী দিবস উপলক্ষ্যে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সকল নারীর উদ্দেশ্যে বলেন, “কোনো একদিন নয়, প্রতিদিন হোক নারী দিবস।
আরও পড়ুনঃ ‘পুরুষের জন্য নারীরা আতঙ্কিত, ধর্ষণ-খুনের ভয়ে দিন কাটে’— সমাজের বর্তমান রূপ দেখে বিস্ফোরক অভিনেত্রী স্বস্তিকা
যদি কেউ পালন নাও করে, তবে নিজে করো। নিজেকে সেলিব্রেট করতে শেখো। আমরা শুধু ক্ষমতা সম্পর্ণ নই বরং হরমোনালি ক্ষমতা সম্পর্ণ। কী করে চ্যানেলাইজ করব সেটা আমাদের ব্যাপার”। বর্তমানে রোজ বিকেলে ৪:৩০ সময়ে জি বাংলা খুললেই আমরা কনীনিকাকে দেখতে পাই ‘জি বাংলার রান্নাঘরে’। ভবিষ্যতেও তিনি নতুন নতুন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করবেন, এমনটাই আশা করা যায়।