কড়িখেলায় দেখা গেল অতীত আর বর্তমানের হাতছানি!’আবার গাঁজাখুরি গল্প!’দর্শক রেগে কাঁই
জি বাংলার পর্দায় অন্যতম জমজমাট ধারাবাহিক হল কড়ি খেলা। তবে এবার এই ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট। ৭ তারিখের এপিসোডের প্রোমো বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে পারমিতাকে হাতছানি দিয়ে ডাকছে তার অতীত এবং বর্তমান দুইই। আর এই প্রোমো নিয়ে বেশ চর্চা চলছে দর্শক এবং নেটিজেনদের মধ্যে।
পারমিতার অতীতের স্বামী হিমাংশু ফিরে এসেছে তার জীবনে পুষ্কর হয়ে। এদিকে তার বর্তমান স্বামী অপূর্ব তার সঙ্গে রয়েছে। পারমিতাকে হিমাংশু আহ্বান জানাচ্ছে তার সঙ্গে নতুন জীবন শুরু করার। তবে অপূর্ব পারমিতাকে স্বাধীনতা দিয়েছে তার নিজের পছন্দ বেছে নেওয়ার। তাই সে হাত ছেড়ে দিয়ে বলে যে ওর যাকে পছন্দ ও তার কাছেই চলে যাক।
এমনকী অপূর্ব এও বলে যে পারমিতার যে কোনো সিদ্ধান্তে সে তার পাশে পাবে তার স্বামী অপূর্বকে। তবে এই পরিস্থিতিতে দোটানায় পড়ে গিয়েছে পারমিতা নিজেই। তার চোখে মুখে সেই চিন্তার ছাপ ফুটে উঠেছে ভিডিওতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই পর্ব থেকেই ধারাবাহিক আর পারমিতার জীবনের গল্প নতুন মোড় নিতে পারে।
এদিকে এমন ভাবনা সামনে আসতেই বিপাকে পড়েছে ধারাবাহিকটি। সমালোচনা শুরু হয়ে গিয়েছে বিষয়কে কেন্দ্র করে। কেউ কেউ বলছে ‘আবার ফালতু গল্প শুরু’ আবার কেউ কেউ বলছে ‘নাটকেও মানুষকে শান্তিতে থাকতে দেবে না’। একজন আবার কমেন্ট লিখেছে যে গল্পটা বেশ ভালোই চলছিল মাঝখানে আবার গাঁজাখুরি চলে এলো।